নিউ ইয়র্ক সিটির বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে ইন্টার মায়ামি।
Published : 03 Nov 2023, 07:15 PM
লিওনেল মেসির অষ্টম ব্যালন দ’র জয় উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মায়ামি। এ উপলক্ষে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে মেজর সকার লিগের (এমএলএস) দলটি।
মায়ামি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী ১০ নভেম্বর ম্যাচটি খেলবে তারা।
ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে এই মৌসুমেই মায়ামিতে যোগ দেওয়া মেসি গত সোমবার জেতেন রেকর্ড অষ্টম ব্যালন দ’র। তার জাদুকরী পারফরম্যান্সে ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে গত বছর নিজেদের তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।
নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের আগে ব্যালন দ’র ট্রফি দর্শকদের সামনে প্রদর্শন করবেন মেসি। সেখানে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের পাশাপাশি এমএলএসের কমিশনার ডন গারবার ও ইন্টার মায়ামির সত্বাধিকারীদের একজন হোর্হে মাস বক্তব্যও রাখবেন। এর বাইরেও থাকবে নানা আয়োজন।