সময়টা একেবারেই ভালো কাটছে না ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার ও তার দল সেভিয়ার।
Published : 05 Jan 2024, 02:20 PM
মাঠে এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না সেভিয়ার। সঙ্গী হচ্ছে একের পর এক হার। সবশেষ আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হারের পর প্রচণ্ড হতাশাতেই হয়তো আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন সের্হিও রামোস। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানানোর মাঝে মেজাজ হারিয়ে একজন দর্শককে এক চোট নিলেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
রেয়াল মাদ্রিদের হয়ে সাফল্যের শিখরে পৌঁছানো রামোস ২০২১ সালে যোগ দেন পিএসজিতে। সেখানে দুই বছর কাটিয়ে গত সেপ্টেম্বরে তিনি ফেরেন শৈশবের ক্লাব সেভিয়ায়।
কিন্তু পুরোনো ঠিকানায় একেবারেই সময়টা ভালো কাটছে না ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডারের। দল যে জয়ের পথটাই ঠিকঠাক চিনতে পারছে না।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেভিয়া জিততে পারেনি একটি ম্যাচও। ছয় ম্যাচের শেষ চারটিতেই হেরে তারা বিদায় নেয় গ্রুপের তলানিতে থেকে। আর লা লিগায় টানা তিন হারে মৌসুম শুরুর পর আর কক্ষপথে ফিরতে পারেনি তারা; ১৯ ম্যাচে জয় কেবল তিনটি।
সবশেষ বিলবাওয়ের বিপক্ষে ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে ২-০ গোলে হেরে গেছে সেভিয়া। চলতি লিগায় এটি তাদের নবম হার।
ম্যাচ শেষে ডিএজেডএন-কে দেওয়া সাক্ষাৎকারের সময় দর্শকদের দিকে তাকিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন রামোস।
“একটু সম্মান দেখাও, আমরা কথা বলছি। মানুষকে এবং এই সেভিয়া ব্যাজের প্রতি শ্রদ্ধা দেখাও। মানুষকে সম্মান করো, চুপ করো এবং এখান থেকে চলে যাও।”
ব্যর্থ পথচলায় গত বছর দুজন কোচকে ছাঁটাই করেছে সেভিয়া। প্রথমে লুইস মেন্দিলিবারকে বরখাস্ত করে দিয়েগো আলোনসোকে দায়িত্ব দেয় ক্লাবটি। তবে ক্লাবের গতিপথ পাল্টায়নি, ফলে দায়িত্ব নেওয়ার আড়াই মাসের মধ্যে ১৪ ম্যাচ পরই চাকরি হারান উরুগুয়ের কোচ আলোনসো।
সেই থেকে দলটির ডাগআউটে আছেন কিকে সানচেস ফ্লোরেস। নতুন দায়িত্বে শুরুটা অবশ্য দারুণ হয়েছিল তার। এই স্প্যানিয়ার্ডের হাত ধরে প্রথম ম্যাচেই জয়ের দেখা পায় সেভিয়া, ৩-০ গোলে তারা হারিয়ে দেয় গ্রানাদাকে।
তবে ঘুরে দাঁড়ানোর সেই আশাও আবার ফিকে হতে বসেছে; ওই জয়ের পর আতলেতিকো মাদ্রিদ এবং এবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হারল সেভিয়া।
মিকেল ভেসগার গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া বিলবাও দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে আইতর পারেদেসের লক্ষ্যভেদে। ম্যাচের বিরতিতে এবং শেষে ঘরের মাঠেই দর্শকদের দুয়ো শুনতে হয় সেভিয়া দলকে।
১৯ ম্যাচে ৩ জয় ও ৭ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে সেভিয়া।