১৩ সেকেন্ডে গোল করে গিনদোয়ানের রেকর্ড

প্রায় ২০ গজ দূর থেকে দারুণ ভলিতে রেকর্ড গড়া গোলটি করেন ইলকাই গিনদোয়ান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 03:02 PM
Updated : 3 June 2023, 03:02 PM

এফএ কাপ ফাইনালে দ্রততম গোলের রেকর্ড গড়লেন ইলকাই গিনদোয়ান। স্রেফ ১৩ সেকেন্ডে বল জালে জড়িয়ে ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার ভাঙলেন ১৪ বছর আগের রেকর্ড।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৩ সেকেন্ডে স্কোর শিটে নাম তুলেছেন গিনদোয়ান।

কিক-অফের পর সঙ্গে সঙ্গে আক্রমণে ওঠে সিটি। ইউনাইটেডের ডি-বক্সের সামনে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে বল দখলের লড়াই জিতে গিনদোয়ানের সামনে বল ফেলেন কেভিন ডে ব্রুইনে।

জাল থেকে প্রায় ২০ গজ দূরে দাঁড়িয়ে ডান পায়ের জোরালো ভলিতে গোল করেন গিনদোয়ান। চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি দাভিদ দে হেয়া।

এফএ কাপের ইতিহাসে ফাইনাল ম্যাচে এটিই দ্রুততম গোলের রেকর্ড। ২০০৯ সালের আসরে চেলসির বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন এভারটনের লুইস সাহা।

ওই ম্যাচ অবশ্য শেষ পর্যন্ত জিততে পারেনি এভারটন। দিদিয়ের দ্রগবা ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলে শিরোপা নিজেদের করে নিয়েছিল চেলসি।