শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা জর্জিয়ার জালে এবার আর গোল উৎসব করতে পারেনি স্পেন। তবে প্রত্যাশিত জয় ঠিকই পেয়েছে তারা।
ভাইয়াদলিদে রোববার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ৩-১ গোলে জিতেছে স্বাগতিকরা। দারুণ এই জয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে বাছাই শেষ করেছে দলটি।
জয়ের স্বস্তির পাশাপাশি স্পেনের জন্য খারাপ খবরও সঙ্গী হয়েছে এ দিন, বিশেষ করে বার্সেলোনার জন্য। প্রথমার্ধে শূন্যে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় হাঁটুতে মারাত্মক আঘাত পান মিডফিল্ডার গাভি। মাঠ ছাড়েন কান্নাভেজা চোখে। স্পেন জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনার গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তিনি।
জর্জিয়ার মাঠে ৭-১ গোলে জয়ের যে উৎসব করেছিল স্পেন, ফিরতি দেখার শুরুতেও অবশ্য সেই ইঙ্গিত দেয় তারা। চতুর্থ মিনিটে মাপা ফ্রি কিকে ডি-বক্সে উঁচু করে বল পাঠান ফেররান তরেস আর হেডে গোলটি করেন ফ্রান্সে জন্ম নেওয়া স্প্যানিশ ডিফেন্ডার রবিন লু।
প্রথম লেগের মতো এবার অতটা দাপটও দেখাতে পারেনি সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা। বরং দশম মিনিটে ফরোয়ার্ড হাভিচার গোলে সমতা টেনে চ্যালেঞ্জ জানায় ফিফা র্যাঙ্কিংয়ের ৭৬ নম্বর দল জর্জিয়া।
অধিকাংশ সময় বল দখলে রেখে প্রথমার্ধের বাকি সময়ে আরও কয়েকটি ভালো আক্রমণ করে স্পেন। তবে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দারুণ এক সেভ করে দলকে সমতায় রাখেন জর্জিয়া গোলরক্ষক। ডান দিক থেকে তরেসের ক্রস পেয়ে জোরাল হেড করেন রদ্রি, ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গিওর্গি।
এর চার মিনিট পর দ্বিতীয় গোল পায় স্পেন। বাঁ থেকে হোসে গায়ার উঁচু করে বাড়ানো বল হেডে জালে পাঠান তরেস। আর ৭২তম মিনিটে সফরকারী ডিফেন্ডার লুকা লকসোসউইলির আত্মঘাতী গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় স্পেন।
আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করল স্পেন।
তাদের মতো আগেই মূল পর্বের খেলার টিকেট নিশ্চিত হওয়া স্কটল্যান্ডও এদিন মাঠে নেমেছিল। তবে জিততে পারেনি তারা। নরওয়ের সঙ্গে ঘরের মাঠে ৩-৩ ড্র করেছে স্কটিশরা।
গ্রুপ রানার্সআপ হওয়া স্কটল্যান্ডের পয়েন্ট ১৭।