সামনের ক্লাব বিশ্বকাপে কিছু জিতলে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় বা কোচিং স্টাফের সদস্যরা বোনাস হিসেবে একটি ঘড়িও পাওয়ার যোগ্য নয় মনে করেন পেপ গুয়ার্দিওলা।
Published : 28 Mar 2025, 09:32 PM
ভুলে যাওয়ার মতো মৌসুমে ক্লাবের সবার ওপর বিরক্ত পেপ গুয়ার্দিওলা। তাই ক্লাব বিশ্বকাপের সম্ভাব্য অর্থ পুরস্কার ফুটবলার, কোচিং স্টাফসহ কারোরই প্রাপ্য নয় বলে মত ম্যানচেস্টার সিটি কোচের।
চলতি মৌসুমে এরই মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকে ছিটকে গেছে ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
ভরাডুবির মৌসুমে শিরোপা জয়ের বাস্তবিক সম্ভাবনা শুধু এফএ কাপ। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে রোববার বোর্নমাউথের মুখোমুখি হবে সিটি। এছাড়া আগামী জুনে ক্লাব বিশ্বকাপে খেলবে ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।
৩২ দলের নতুন ফরম্যাটের টুর্নামেন্টে সব মিলিয়ে ১০০ কোটি ডলার অর্থ পুরস্কার ঘোষণা করেছে ফিফা। যেখানে চ্যাম্পিয়ন দল পেতে পারে সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ ডলার।
তবে ওই টুর্নামেন্টে কিছু জিতলেও সেটির ভাগ চান না গুয়ার্দিওলা।
“এই মৌসুমে আমরা কোনো বোনাস পাওয়ার যোগ্য নই। যদি আমরা জিতি, এটি ক্লাবে যাবে। ম্যানেজার, কোচিং স্টাফ কিংবা ফুটবলাররা কেউ এটি পাওয়ার যোগ্য নয়। এমনকি একটি ঘড়িও নয়।”
প্রিমিয়ার লিগে আপাতত পঞ্চম স্থানে আছে ম্যান সিটি। হতাশাময় মৌসুমে এখন চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার দিকে নজর ক্লাবটির ম্যানেজারের।
“ভালো ও খারাপ মুহূর্তে আপনি শিখবেন। অভিজ্ঞতা অনেক সময়ে হতে পারে। আর আপনি যদি সেখান থেকে না শেখেন, তাহলে সেগুলো (ভুল) আবার হবে।”
“আমার জন্য এটি ভালো। আমি অনেক শিখব এবং আশা করবি ক্লাবও (শিখবে)। এর আগে আমি যখন বলেছিলাম যে চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়া অনেক বড় সাফল্য, তারা আমার কথা বিশ্বাস করেনি। এখন তারা আমাকে বিশ্বাস করে।”
চলতি মৌসুমের শুরুর দিকে লিগের ম্যাচে বোর্নমাউথের কাছে হেরেছিল ম্যান সিটি। তাই এফএ কাপের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে সতর্ক গুয়ার্দিওলা।
“তাদের (বোর্নমাউথ) খেলার ধরন বিশেষ এবং তাদের যে ধরনের খেলোয়াড় তাতে সেটি বেশ ভালোভাবে মানিয়ে যায়। প্রতিটি দল নির্দিষ্ট একটি ধরনে খেলে এবং তারা এটি খুব ভালোভাবে করে। অনেক দল সরাসরি খেলে, অনেকে আবার বেশি ক্রস খেলতে চায়।”