স্প্যানিশ ফুটবল
বছরের দুর্দান্ত পথচলায় লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি।
Published : 30 Mar 2025, 10:19 PM
বছরের শুরু থেকে যে অপরাজেয় যাত্রায় এগিয়ে চলেছে বার্সেলোনা, তাতে যোগ হলো আরেকটি দাপুটে জয়। জিরোনার জালে গোল উৎসব করে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে শক্ত অবস্থান নিল হান্সি ফ্লিকের দল।
ঘরের মাঠে রোববার রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে ৪-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল তারা। তাদের শেষ গোলটি করেন ফেররান তরেস।
২৯ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৬। দুইয়ে রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩।
রেয়ালের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।
পয়েন্ট তালিকার নিচের দিকের দলের ওপর শুরু থেকে একচেটিয়া চাপ তৈরি করে বার্সেলোনা। প্রথম ৪০ মিনিটেই গোলের জন্য ১০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে তারা, ছয়টি কর্নারও আদায় করে নেয় দলটি। কিন্তু ডেডলক কিছুতেই ভাঙতে পারছিল না তারা।
অবশেষে প্রতিপক্ষের দুর্ভাগ্যে কপাল খোলে স্বাগতিকদের। ৪২তম মিনিটে ডি-বক্সের বাঁ দিক থেকে লামিনে ইয়ামালের ফ্রি-কিকে তার কোনো সতীর্থ বলে স্পর্শ করতে পারেননি। তবে গোলমুখে ডিফেন্ডার লাদিচলাভ ক্রেইচির শরীরে লেগে বল চলে যায় জালে।
প্রথমার্ধে মাত্র দুটি শট নিতে পারা জিরোনা ৫৩তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েই সমতা টানে। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে তারা এবং দ্রুত ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে কোনাকুনি শটে বল জালে পাঠান আর্নট ডানজুমা।
আচমকা গোল খেয়ে আরও তেতে ওঠে বার্সেলোনা। ৬০তম মিনিটে এরিক গার্সিয়ার শট পোস্টে বাধা পাওয়ার পরের মিনিটেই আবার এগিয়ে যায় তারা।
পাসিং ফুটবলে শাণানো আক্রমণে ফের্মিন লোপেস ডান দিক থেকে হেডে বল বাড়ান দূরের পোস্টে। আর সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে কোনোমতে হাওয়ায় ভেসে থাকা বল আলতো টোকায় জালে পাঠান লেভানদোভস্কি।
চাপ ধরে রেখে ৭৭তম মিনিটে লেভানদোভস্কির আরেকটি দারুণ গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলে বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস ধরে, ডি-বক্সে সামনে একজনকে কোনো সুযোগ না দিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন পোলিশ তারকা।
এবারের লা লিগায় ২৫ গোল হলো ৩৬ বছর বয়সী স্ট্রাইকারের। তার চেয়ে তিন গোল কম নিয়ে দুইয়ে কিলিয়ান এমবাপে।
নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ব্যবধান আরও বাড়ান তরেস। জেরার্দ মার্তিনের পাস দারুণ এক ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে দ্বিতীয় ছোঁয়ার শটে দলকে উল্লাসে ভাসান স্প্যানিশ ফরোয়ার্ড।
আসরে ত্রয়োদশ হারের পর ৩৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে জিরোনা।