‘অনৈতিক কার্যকলাপের’ অভিযোগে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
Published : 01 Apr 2025, 09:10 PM
বরিশালের উজিরপুর উপজেলায় ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগ এনে যুবক-যুবতীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার একটি গ্রামে এ ঘটনার পর ‘অনৈতিক কার্যকলাপের’ অভিযোগে যুবক-যুবতীর বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।
মারধরের শিকার ওই যুবক (২৫) বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা এবং যুবতী উজিরপুর উপজেলার এক প্রবাসীর স্ত্রী।
এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটির দুই পাশে যুবক-যুবতীকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এক ব্যক্তি এসে দুজনকে লাঠি দিয়ে বেধড়কভাবে পেটাচ্ছেন।
আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, নারীর নেকাব খুলে ফেলা হচ্ছে। এ সময় তিনি আকুতি জানান।
মারধরকারীদের দাবি, যুবক-যুবতীর মধ্যে সম্পর্ক রয়েছে। যুবক আজ মোটরসাইকেলে করে নারীর বাড়ি এসেছিলেন। তখন এলাকার ১৫-২০ জন ওই বাড়িতে যায়। তখন তাদের এলাকাবাসী আটক করে এবং খুঁটিতে বেঁধে রাখে। এ সময় নির্যাতনের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
তবে ওই যুবকের বাবা দাবি করেছেন, মিথ্যা অপবাদ দিয়ে তার ছেলেকে মারধর করা হয়েছে। ওই নারী কয়েকদিন আগে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি সেলাই মেশিন কিনেছেন। সেটির মোটরে সমস্যা হচ্ছিল। তাই নারীই তার ছেলেকে বাড়ি ডেকে নিয়ে যায়।
“তখন একজন আমাকে ফোন করে দুই লাখ চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা আমার ছেলের ওপর নির্যাতন চালায়। এখন ছেলের মোটরসাইকেলের খোঁজ নেই।”
তিনি বলেন, “পুলিশ আমাদের মামলা না নিয়ে উল্টো তারা বাদী হয়ে অনৈতিক কার্যকালাপের অভিযোগ এনে মামলা করে দুজনকে কারাগারে পাঠিয়েছে।”
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, “এর আগেও স্থানীয়রা তাদের আটক করেছিল। তখন অনৈতিক সম্পর্কে না জড়ানোর প্রতিশ্রুতি নিয়ে মুচলেকা নিয়েছে। এরপর আবার গেলে তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।”
দুজনকে খুঁটিতে বেঁধে নির্যাতনের কোনো প্রমাণ পাননি জানিয়ে ওসি বলেন, “কেউ যদি নির্যাতনের শিকার হয়ে থাকে তাহলে পরিবার মামলা দিলে আমরা বিষয়টি দেখব। কিন্তু কেউ কোনো অভিযোগ দেয়নি।”