“নিষিদ্ধ সংগঠন না হলে সবগুলো পালায়ে গেছে কেন?,” বলেন তিনি।
Published : 31 Mar 2025, 07:11 PM
জনগণের কাছে আওয়ামী লীগ ‘নিষিদ্ধ হয়ে গেছে’ মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বিচার হল তাদের পাওনা।
সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ শেষে রাজধানীতে গণ অভ্যুত্থানের সময় নিহত কয়েকজনের বাসায় পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
জাতীয় মসজিদের প্রথম জামাতে ঈদের নামাজ পড়েন তিনি।
শফিকুর বলেন, ‘‘নিষিদ্ধ আল্লাহই ওদেরকে (আওয়ামী লীগ) করে ফেলেছেন এবং জনগণের মনে তারা নিষিদ্ধ হয়েই গেছে।
“নিষিদ্ধ সংগঠন না হলে সবগুলো পালায়ে গেছে কেন?”
আন্দোলনে ‘গণহত্যার’ বিচার সম্পর্কে জামায়াতের আমির বলেন, ‘‘বিচার হল তাদের পাওনা। বিচার হল ক্ষতিগ্রস্ত পরিবারের একদম জেনুইন পাওনা। এটা পেতেই হবে তাদেরকে।
“আসল বিচার আদালতে আরাধ্য কিন্তু দুনিয়ার বিচার তাদের পাওনা, এটা হবে।”
এর আগে বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ঈদ হলেও বাংলাদেশের অনেকের ঘরেই ঈদের আনন্দ নেই। অনেক মা তার সন্তানের জন্য কান্না করছে। জুলাই-আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হতেই হবে।
“যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে আর কোনো ছিনিমিনি খেলবে না, সেরকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আহত-পঙ্গু লোকগুলো তারা যদি দেখে যে, তারা সত্যিকারের বিচারটা পেয়েছে হয়তবা তারা কিছু সান্তনা পাবে।”
জামায়াত আমির বলেন, ‘‘আমরা চাঁদাবাজ-দখলবাজ মুক্ত সমাজ গড়তে চাই। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। এই কথাটি যদি আমার নিজের বিপক্ষে যায় তাও আমাকে বলতেই হবে। সত্য কথা বলা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই।
‘‘এই দেশে আর দুর্বৃত্তায়নের রাজনীতি আমরা হতে দিতে চাই না। কারণ মানুষ আর মানুষ ফ্যাসিবাদের কবলে পড়তে চায় না।”