কোপা আমেরিকা
হামেস রদ্রিগেসের সামর্থ্য সম্পর্কে সতর্ক থাকলেও, কলম্বিয়ার পুরো দল নিয়ে পরিকল্পনা সাজানোর কথা বললেন আর্জেন্টিনা কোচ।
Published : 14 Jul 2024, 02:03 PM
গোল করে কিংবা করিয়ে, চলতি কোপা আমেরিকায় কলম্বিয়ার উড়ন্ত যাত্রার বড় কারিগর হামেস রদ্রিগেস। তবে কলম্বিয়া অধিনায়ককে নিয়ে আলাদা করে ভাবতে চান না লিওনেল স্কালোনি। পুরো দলের দিকেই মনোযোগ আর্জেন্টিনা কোচের।
ফাইনালে ওঠার পথে এখন পর্যন্ত ১২টি গোল করেছেন কলম্বিয়া। এর ৭টিতে সরাসরি জড়িয়ে রদ্রিগেসের নাম। কোয়ার্টার-ফাইনালে পানামার বিপক্ষে পেনাল্টি থেকে গোলের পাশাপাশি ৬টি গোলে অ্যাসিস্ট করেছেন ৩৩ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার।
কোচের দায়িত্ব নেওয়ার পর যে আস্থা দেখিয়েছেন নেস্তর লরেন্সো, এর পূর্ণ প্রতিদানই যেন দিচ্ছেন রদ্রিগেস। চমৎকার সব ফ্রি আর ক্রসে নিয়মিত গোলের সুযোগ তৈরি করা ছাড়াও মাঠে নিজের সামর্থ্যের ছাপ দারুণভাবেই রাখছেন কলম্বিয়া অধিনায়ক।
সেমি-ফাইনালে রদ্রিগেসের কর্নার কিক থেকেই হেডে ম্যাচের একমাত্র গোলটি করেন দানিয়েল মুনিয়োস। প্রায় ২৩ বছর পর কলম্বিয়ানদের কোপা আমেরিকা জয়ের স্বপ্নপূরণে আর্জেন্টিনার বিপক্ষেও অধিনায়কের কাছে এমন কিছুর প্রত্যাশাই থাকবে কলম্বিয়ার।
তবে সেসব নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন স্কালোনি। রদ্রিগেসের সামর্থ্য সম্পর্কে সতর্ক থাকলেও, কলম্বিয়ার পুরো দল নিয়ে পরিকল্পনা সাজানোর কথাই সংবাদ সম্মেলনে বললেন আর্জেন্টিনা কোচ।
"তাকে ঘিরে কীভাবে দলের পরিকল্পনা সাজানো যায় সেটি বের করে নিয়েছে নেস্তর। সে দুর্দান্ত একজন ফুটবলার। তবে আমরা কখনও নির্দিষ্ট খেলোয়াড় নিয়ে চিন্তা করি না। আমরা দলের ব্যাপারে ভাবি।”
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়।