বিশ্বকাপ বাছাই
প্যারাগুয়ের বিপক্ষে হারের পর দলকে কঠোর পরিশ্রমের তাগিদ দিয়েছেন দরিভাল জুনিয়র।
Published : 11 Sep 2024, 06:02 PM
আট ম্যাচে স্রেফ তিন জয়। বিশ্বকাপ বাছাইয়ের এই পারফরম্যান্সই তুলে ধরছে ব্রাজিলের যাচ্ছেতাই অবস্থা। ধারহীন ও ছন্নছাড়া ফুটবলে নিজেদের হারিয়ে খুঁজছে দলটি। সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও নিজেদের মেলে ধরতে পারেনি তারা। তবে, বিবর্ণ পারফরম্যান্সে হারের জন্য খেলোয়াড়দের কাঠগড়ায় না তুলে পুরো দায় মাথা পেতে নিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।
বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়ের মাঠে ১-০ গোলে হারে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এটি চতুর্থ হার। এই ম্যাচের আগে, ব্রাজিলকে আগামী বিশ্বকাপের ফাইনালে তোলার লক্ষ্যের কথা বলেছিলেন দরিভাল। কিন্তু এখন তাদের বৈশ্বিক আসরে খেলা নিয়েই চলছে টানাটানি।
২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পর গত জুলাইয়ে কোপা আমেরিকায়ও কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে ব্রাজিল। আর বাছাইপর্বের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন পাঁচ নম্বরে।
বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথমবার টানা তিন ম্যাচে হারের তেতো স্বাদ পায় তারা এবারই। উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে হারের পর গত শুক্রবার একুয়েডরকে কোনোরকমে হারায় তারা। প্যারাগুয়ের বিপক্ষে এসে আবারও ব্যর্থতার খোলসে ঢুকে গেল দলটি।
ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো ও এন্দ্রিককে নিয়ে গড়া আক্রমণভাগ পারেনি আলো ছড়াতে। উল্টো ম্যাচের ২০তম মিনিটে দিয়েগো গোমেসের গোলে পিছিয়ে যাওয়ার পর আর তেমন লড়াইই করতে পারেনি সেলেসাওরা।
ম্যাচ শেষে দরিভালের কণ্ঠে ফুটে ওঠে সেই হতাশা। তবে খেলোয়াড়দের দায়ী করতে নারাজ তিনি। অতীত ভুলে সামনে আরও ভালো করতে সবাইকে কঠোর পরিশ্রমের তাগিদ দিলেন ব্রাজিল কোচ।
“প্রথমার্ধে যেভাবে খেলেছি, আমরা অনেক কিছু মিস করেছি, এর জন্য আমিই দায়ী।”
“আমি কোনো খেলোয়াড়কে শাস্তি দিতে চাই না। তবে আমাদের কাজ করতে হবে এবং বুঝতে হবে, আমরা সবাই যে পর্যায়ে যেতে চাই সেখানে পৌঁছাতে আমাদের আরও বেশি (পরিশ্রম) প্রয়োজন… গোল হজমের মুহূর্ত থেকেই আমরা নিজেদের হারিয়ে ফেলেছিলাম।”
হাঁটুর চোটে দীর্ঘ প্রায় এক বছর ধরে মাঠের বাইরে আছেন নেইমার। দলের সবচেয়ে বড় তারকা ও সফলতম গোলস্কোরারের অভাব ভালোভাবেই টের পাচ্ছে ব্রাজিল। তবে তার ফেরার সম্ভাবনা নিয়ে এখনই কিছু বলতে পারছেন না দরিভাল।
“প্রথমে তাকে (নেইমার) তার ক্লাবে (আল হিলাল) ফিরতে হবে। ততদিন পর্যন্ত কিছু করার নেই। আমরা সবসময় যোগাযোগ রাখছি, নেইমারের পরিস্থিতি বোঝার চেষ্টা করছি, তার সেরে ওঠার আশায় আছি।”
বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ১১ অক্টোবর তাদের প্রতিপক্ষ চিলি। চার দিন পর পেরুর মুখোমুখি হবে তারা।