ট্রফি জিতে পিএসজির হয়ে শেষ করতে পেরে উচ্ছ্বসিত ফরাসি এই ফরোয়ার্ড, নতুন ঠিকানার নাম জানতে কটা দিন অপেক্ষা করতে বললেন তিনি।
Published : 26 May 2024, 12:28 PM
কিলিয়ান এমবাপের সম্ভাব্য নতুন ঠিকানা বলা যায় ‘উন্মুক্ত রহস্য।’ কিংবা স্রেফ ‘উন্মুক্ত’ বলে দিলেও ঝুঁকি খুব একটা থাকে না। গোটা ফুটবল দুনিয়ার জানা, রেয়াল মাদ্রিদে যাচ্ছেন ফরাসি এই তারকা। তবে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। এমবাপে এখানে তাড়াহুড়োর কিছুও দেখছেন না। পিএসজির জার্সিতে শেষ ম্যাচের পর এই ফরোয়ার্ড বললেন, আর কটা দিন পরই খোলাসা হবে তার নতুন ক্লাবের নাম।
পিএসজির হয়ে এবার ফরাসি লিগ জয়ের পর ফরাসি কাপও জিতলেন এমবাপে। ফাইনালে শনিবার লিঁওকে তারা হারায় ২-১ গোলে।
পিএসজির হয়ে তার শেষ ম্যাচ ছিল এটিই। ক্লাবের রেকর্ড গোল স্কোরার এই ম্যাচে জালের দেখা পাননি। তবে তা নিয়ে খেদ নেই তার। ট্রফি জিতে শেষ করতে পেরেই তিনি উচ্ছ্বসিত।
“ম্যাচটি কঠিনও ছিল, আবার উপভোগও করেছি। কারণ ম্যাচটি তো ফাইনাল। শেষ পর্যন্ত, আমরা জিতেছি, এতেই আনন্দে পরিপূর্ণ লাগছে।”
“দারুণ সব স্মৃতি, অনেক বছর খেলেছি পিএসজির হয়ে, এই লিগে। মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি, বিশেষ করে ট্রফি জিতে এবং ইতিবাচকতাকে সঙ্গী করে।”
পিএসজির হয়ে রেকর্ড ২৫৬ গোল করেছেন তিনি। ছয়টি লিগ শিরোপাসহ জিতেছেন ১৫টি ট্রফি। সাত বছরের পথচলা শেষে বিদায়ের ঘোষণাও দিয়েছেন। কিন্তু নতুন ক্লাবের নাম এখনও কেন জানাননি? সরাসরি এই প্রশ্নের জবাবটা এমবাপে দিলেন একটু ঘুরিয়ে।
“(নতুন ক্লাবের ঘোষণা দেইনি) কারণ, ভালোভাবে বিদায় নেওয়াটা আগে জরুরি। এই ক্লাবের হয়ে ভালোভাবে শেষ করতে চেয়েছি। ট্রফির লড়াই বাকি ছিল। সবকিছুর জন্যই উপযুক্ত সময় আছে। নতুন ক্লাবের নাম সময় হলেই জানাব। আর স্রেফ কয়েকটি দিনের অপেক্ষা, সমস্যার কিছু দেখি না।”