বিশ্বকাপ বাছাই
জয়ের আনন্দ থাকলেও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠের কন্ডিশন নিয়ে উষ্মা প্রকাশ করলেন অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নল্ড।
Published : 06 Jun 2024, 08:36 PM
অনুমিতভাবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি হার হয়েছে সঙ্গী। পরাজয় সবসময়ই হতাশার। তবে দলের খেলার ধরন, রক্ষণের দৃঢ়তার ছাপ- সব মিলিয়ে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা অনুভব করছেন লক্ষ্য পূরণের স্বস্তি।
২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে বৃহস্পতিবার ২-০ গোলে হারে বাংলাদেশ। মেলবোর্নের প্রথম লেগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে উড়ে গিয়েছিল কাবরেরার দল।
ফিরতি লেগে তাই বাংলাদেশের লক্ষ্য ছিল মূলত দুটি। মেলবোর্নের ভুলগুলো শুধরে নিজেদের মাঠে, চেনা কন্ডিশন ও সমর্থকদের সামনে আরও ভালো ফুটবল উপহার দেওয়া এবং দ্রুত গোল হজম না করা। দুটিই পূরণ হয়েছে কাবরেরার।
প্রথম গোলটি বাংলাদেশ খায় ২৯তম মিনিটে, আত্মঘাতী। পরের গোলটি রক্ষণে হঠাৎ করে খেই হারিয়ে। পাল্টা আক্রমণের সুযোগ এসেছিল একটু-আধটু, কিন্তু সেগুলোকে পূর্ণতা দিতে পারেননি শেখ মোরসালিন, রাকিব হোসেন। তবে সব মিলিয়ে দলের পারফরম্যান্সে খুশি কাবরেরা।
“আমি ম্যাচের ফলের দিকে খুব বেশি দৃষ্টি দিতে চাই না। লক্ষ্য ছিল উন্নতি করার। আমি মনে করি, ফলটুকু বাদ দিলে উন্নতির লক্ষ্য পূরণ হয়েছে। ম্যাচজুড়ে দুর্দান্ত ডিফেন্ডিং করেছে ছেলেরা। বক্সে, বক্সের বাইরে, সেট পিসে শীর্ষ পর্যায়ের ডিফেন্ডিং হয়েছে।”
“উপরের দিকে আমাদের সমন্বয়ের সমস্যা ছিল। আক্রমণের সময় ওই জায়গাগুলোতে আরও ভালো করতে পারতাম আমরা। তারা শারীরিক সামর্থ্যে এগিয়ে, শক্তিশালী দল, তবে আমি দলের পারফরম্যান্সে খুশি। বিশ্ব র্যাঙ্কিংয়ের ২৪তম এবং বিশ্বকাপ খেলা দলটির বিপক্ষে আমাদের প্রাণশক্তি, লড়াইয়ের মানসিকতা-সবকিছু ইতিবাচক ছিল।”
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে দ্বিতীয় গোলদাতা কুসিনি ইয়েঙ্গি কিংস অ্যারেনার জয়ের অভিজ্ঞতাকে বললেন ‘দারুণ’, কিন্তু এ মাঠের কন্ডিশন নিয়ে বললেন ‘ভালো নয়।’ মাঠের কন্ডিশন নিয়ে ক্ষোভ উগলে দিলেন অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড।
“একেবারেই মেনে নেওয়ার মতো নয়। এখানে খেলোয়াড়রা চোট পেতে পারে। ক্র্যাম্প করতে পারে। মাঠের অবস্থা ভালো নয় এবং সত্যিকার অর্থেই আমি এটা মনে করি। কর্দমাক্ত মাঠ, বল থেমে যায়, পিছলে গিয়ে দুর্ঘটনা হতে পারে। ক্র্যাম্প হতে পারে। এটা বিপদজ্জক। এটা কেবল আমাদের জন্য নয়, বাংলাদেশের খেলোয়াড়দেরও এটা হতে পারত।”
মেলবোর্নের মতো বড় ব্যবধানে জয় না পেলেও খুশি আনর্ল্ড। তিনি প্রশংসা করলেন বাংলাদেশ কোচের।
“(হারের ব্যবধান কম হওয়ার) কৃতিত্ব আমরা বাংলাদেশকে দিতে চাই। তারা এ ম্যাচের জন্য কঠোর পরিশ্রম করেছে। তারা চেষ্টা করেছে…আমি মনে করি তাদের খুবেই ভালো একজন কোচ আছে, যিনি দারুণ কাজ করেছেন।”
“আমরা সম্ভবত ৬-৭টা সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি, সম্ভাব্য চোট শঙ্কা ছিল। আমি বলতে চাচ্ছি, আমরা আরও গোল পেতে পারতাম। তবে এ মাঠেই ফিলিস্তিনের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। শেষ দিকে গোল খেয়ে হেরেছিল। আমরাও জানতাম এই ম্যাচটা কঠিন হবে।”