পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে অসংখ্যবার চোটে পড়েছেন নেইমার। অ্যাঙ্কেলের সমস্যায় বর্তমানেও তিনি আছেন মাঠের বাইরে। চোট সারিয়ে তুলতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পায়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েছে। ফলে চলতি মৌসুমে হয়তো আর মাঠে নামতে পারবেন না তিনি।
গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে দলের ৪-৩ ব্যবধানে জয়ের ম্যাচে এই চোট পান নেইমার। তারপর থেকে মাঠের বাইরে আছেন চলতি লিগে ১৩ গোল ও ১১টি অ্যাসিস্ট করা তারকা।
এর আগেও ডান অ্যাঙ্কেলে কয়েকবার আঘাত পেয়েছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। পিএসজির দেওয়া বিবৃতিতে বিষয়টির উল্লেখ করে বলা হয়েছে, পুরোপুরি সারিয়ে তুলতে অস্ত্রোপচারের প্রয়োজন, নয়তো ভবিষ্যতে আরও বড় সমস্যা হতে পারে।
কাতারের রাজধানী দোহায় নেইমারের অস্ত্রোপচার করানো হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্রোপচারের পর নেইমারের পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। শেষ পর্যন্ত তাই হলে চলতি মৌসুমে আর খেলার কোনো সুযোগ নেই তার।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে পিএসজি। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে তারা। দুইয়ে থাকা মার্সেইয়ের চেয়ে এগিয়ে ৮ পয়েন্টে।
তবে ফরাসি কাপ থেকে আগেই ছিটকে পড়া পিএসজি চ্যাম্পিয়ন্স লিগেও ভালো অবস্থায় নেই। শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে তারা ১-০ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ফিরতি লেগে আগামী বুধবার মাঠে নামবে দলটি।