স্প্যানিশ ফুটবল
বার্সেলোনাকে পেলেই যেন গোলের নেশা পেয়ে বসে বসে আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ডের।
Published : 17 Mar 2025, 03:56 AM
ক্যারিয়ারে অসংখ্য কীর্তি গড়া ক্রিস্তিয়ানো রোনালদো রেয়াল মাদ্রিদের জার্সি গায়ে কম ভোগাননি বার্সেলোনাকে। তবে এই একটি জায়গায় আলেকসান্দার সরলথও কম যান না! বার্সেলোনার জালে টানা গোল করার রেকর্ডে পর্তুগিজ তারকার পাশে বসলেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় রোববার রাতে লা লিগার ম্যাচে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে বার্সেলোনার বিপক্ষে টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি গড়েন সরলথ।
হুলিয়ান আলভারেসের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় আতলেতিকো। ৬০তম মিনিটে তারই বদলি নামার ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সরলথ। বাঁ দিক থেকে কনর গ্যালাঘারের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন নরওয়ের ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।
বিল্ডআপের সময় আতলেতিকোর মিডফিল্ডার রদ্রিগো দে পলের হাতে বল লাগায় হ্যান্ডবলের আবেদন করে বার্সেলোনা। তবে ভিএআরের সাহায্যে গোল বহাল রাখেন রেফারি।
এবারের লা লিগায় সরলথের মোট গোল হলো ১১টি।
চলতি মৌসুমে এর আগেও দুবার বার্সেলোনাকে ভুগিয়েছেন সরলথ।
গত ডিসেম্বরে লা লিগায় প্রথম দেখায় ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও হারতে হয় বার্সেলোনাকে। অন্তিম সময়ে ব্যবধান গড়ে দিয়েছিলেন সরলথ। আর গত ২৫ ফেব্রুয়ারিতে কোপা দেল রে সেমি-ফাইনালের প্রথম লেগে জয়ের খুব কাছে ছিল বার্সেলোনা, সেদিনও শেষ মুহূর্তে তাদের জালে বল জড়িয়ে স্কোরলাইন ৪-৪ করে দেন নরওয়ের তারকা সরলথ।