লা লিগা কী চ্যাম্পিয়ন্স লিগ, গোল করেই চলেছেন জুড বেলিংহ্যাম।
Published : 25 Oct 2023, 03:05 AM
রক্ষণ জমাট রেখে আক্রমণের কৌশল নেওয়া রেয়াল মাদ্রিদ দুই অর্ধের দুই গোলে আধিপত্য বিস্তার করল। অবশ্য খানিক বাদেই ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দিল ব্রাগা। শেষ পর্যন্ত যদিও ফেভারিটদের আটকাতে পারল না পর্তুগিজ ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।
রদ্রিগোর গোলে রেয়াল এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান জুড বেলিংহ্যাম। ব্রাগার গোলটি করেন আলভারো দিয়ালো।
ইউরোপ সেরা প্রতিযোগিতায় শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা তিন ম্যাচ জিতল রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা।
দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নৈপুণ্যে লক্ষ্যে প্রথম শট নিয়েই এগিয়ে যায় রেয়াল। নিজেদের ডি-বক্সের বাইরে থেকে বল উড়িয়ে মারেন স্প্যানিশ ডিফেন্ডার নাচো ফের্নান্দেস। ওই বল ধরে বাঁ দিক দিয়ে আক্রমণ শাণান ভিনিসিউস জুনিয়র, একজনের বাধা এড়িয়ে ডি-বক্সে ঢুকে পাস বাড়ান ছয় গজ বক্সের মুখে। আর স্লাইড করে ঠিকানা খুঁজে নেন রদ্রিগো।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা ব্রাগা ২৪তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করে। বাঁদিক দিয়ে বক্সে ঢুকে জোরাল শট নেন পর্তুগিজ ফরোয়ার্ড রিকার্দো অর্তা, তবে রক্ষণে প্রতিহত হয় তার প্রচেষ্টা।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে জালের দেখা পেতে পারতেন দারুণ ছন্দে থাকা বেলিংহ্যাম। তবে ইংলিশ এই মিডফিল্ডারের শটে কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান ব্রাগা গোলরক্ষক।
প্রথমার্ধে বারবার আক্রমণের চেষ্টা করেও প্রতিপক্ষের জমাট রক্ষণে তেমন সুবিধা করতে পারেনি ব্রাগা। দ্বিতীয়ার্ধেও কেটে যাচ্ছিল সময়, কিন্তু রেয়ালের গোলরক্ষক কেপা আরিসাবালাগার কোনো পরীক্ষাই নিতে পারছিল না তারা।
৬১তম মিনিটে আরেকটি দারুণ আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে রেয়াল। এবারও অ্যাসিস্টের ভূমিকায় ভিনিসিউস। বাঁ দিক থেকে তার বাড়ানো পাস বক্সের মুখে পেয়ে দুই পা এগিয়ে নিচু শট নেন বেলিংহ্যাম, ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।
রেয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই একবার করে জালের দেখা পেলেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম। লা লিগাতেও নিয়মিত গোল করে চলেছেন তিনি; ৯ ম্যাচে ৮ গোল করে তালিকায় আছেন শীর্ষে।
এর পরপরই গোলের দেখা পায় ব্রাগা, জমে ওঠে লড়াই। বক্সে সিমোন বান্সার পাস পেয়ে ঠাণ্ডা মাথায় জোরাল শটে কাছের পোস্ট দিয়ে স্কোরলাইন ২-১ করেন স্প্যানিশ ফরোয়ার্ড দিয়ালো।
৮২তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে জালে বল পাঠান ভিনিসিউস। কিন্তু গোল মেলেনি। কারণ ভিএআরে ধরা পড়ে, কিঞ্চিৎ ব্যবধানে অফসাইডে ছিলেন তিনি।
তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রেয়াল।
আরেক ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারানো নাপোলি ৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে ব্রাগার পয়েন্ট ৩।
জার্মান ক্লাব বার্লিন তিন ম্যাচের সবকটিতেই হেরেছে।
‘ডি’ গ্রুপে জয় পেয়েছে ইন্টার মিলান ও রেয়াল সোসিয়েদাদ।
সেরি আর ক্লাব ইন্টার ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে সালসবুর্ককে। আর বেনফিকার মাঠে ১-০ গোলে জিতেছে স্প্যানিশ ক্লাব সোসিয়েদাদ।
এই দুই জয়ী দলের পয়েন্ট সমান ৭, গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে সোসিয়েদাদ। ৩ পয়েন্ট নিয়ে তিনে সালসবুর্ক।