‘এই বয়সে এত গোল অবিশ্বাস্য’, আর্লিং হলান্ডকে নিয়ে বলছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
Published : 25 Aug 2024, 10:53 AM
অবিশ্বাস্য, অসাধারণ, অদ্ভুতুড়ে- আর্লিং হলান্ডের প্রশংসায় এই শব্দগুলোর ব্যবহার নানা সময়েই করেছেন পেপ গুয়ার্দিওলা। গোল করার সামর্থ্যের দিক থেকে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে তরুণ এই ফরোয়ার্ডের তুলনাও আগে করেছেন ম্যানচেস্টার সিটি কোচ। আরেকটি হ্যাটট্রিকের পর এই সব কিছুই আরও একবার উঠে এলো গুয়ার্দিওলার কণ্ঠে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৪-১ গোলের জয়ে শনিবার হ্যাটট্রিক করেন হলান্ড।
সিটির জার্সিতে এটি তার দশম হ্যাটট্রিক। ২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টারের ক্লাবটিতে আসার পর প্রিমিয়ার লিগে ৬৮ ম্যাচে ৬৭ গোল হয়ে গেল তার। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ১০১ ম্যাচে ৯৪টি।
২৪ বছর বয়সী ফরোয়ার্ডের পারফরম্যান্সে উচ্ছ্বসিত গুয়ার্দিওলা পুরোনো কথাগুলোই আবার বললেন নতুন করে।
“এরকম পারফরম্যান্স সে সালসবুর্কের হয়ে করেছে, জার্মানিতে করেছে (বরুশিয়ার হয়ে) এবং এখানেও করে যাচ্ছে। তার পরিসংখ্যান অদ্ভুতুড়ে…গোল সংখ্যার দিক থেকে সে ক্রিস্তিয়ানো রোনালদো ও মেসির সঙ্গে লড়াই করতে পারে।”
“তার এই বয়সে এরকম গোলের সংখ্যা স্রেফ অবিশ্বাস্য। প্রতিপক্ষের জন্য সে আশ্চর্যজনক এক হুমকি। আশা করি, এখানে সে অনেক বছর ধরে থেকে যাবে।”
ইংল্যান্ডে আসার পর দুই মৌসুমেই ‘গোল্ডেন বুট’ জয় করা হলান্ড নতুন মৌসুমের অভিযানও শুরু করেছেন দুর্দান্ত ছন্দে। লিগে দুই ম্যাচে চার গোল হয়ে গেল তার।
গত মৌসুমে চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন হলান্ড। তবে তার দেশ নরওয়ে ইউরোতে না থাকায় মৌসুম শেষে পর্যাপ্ত বিশ্রাম তিনি পেয়েছেন। চনমনে হয়ে তাই নতুন মৌসুমে নেমেছেন এই ‘গোল মেশিন।’ এই মৌসুমে তাকে নিয়ে আরও বেশি কিছুর আশা করছেন কোচ গুয়ার্দিওলা।
“কয়েক সপ্তাহ আগে বলেছিলাম, আগের মৌসুমগুলোর তুলনায় সে আরও ভালো বোধ করছে এবার। এই মৌসুমে ইউরো নেই। সে নির্ভার হয়ে ভালোভাবে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে (প্রাক-মৌসুম সফরে) তার সঙ্গে কিছু কথা বলেছি আমি। কিছু ব্যাপার আমার পছন্দ হচ্ছিল না এবং সে পরিবর্তন করেছে। অবশ্যই সব ম্যাচে সে খেলতে পারবে না। আমরা জানি, তার জন্য এই সংখ্যাগুলো কতটা গুরুত্বপূর্ণ।”
হলান্ড নিজেও কয়েকদিন আগে যা বলেছেন, প্রতিপক্ষের জন্য তা বড় দুঃসংবাদ।
“আমার শরীরে এখন কোনো ব্যথা নেই। দীর্ঘ সময় পর প্রথমবারের মতো এতটা ভালো অনুভব করছি। এটা অসাধারণ যে আরও বেশি কিছু করার চেষ্টা করতে পারছি, কারণ মনের কোণে কোনো বাধা নেই। লম্বা প্রাক-মৌসুম প্রস্তুতি পর্ব ছিল, যা খুব উপভোগ করেছি।”