রিভার প্লেটের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

দর্শকহীন মাঠে আগামী শুক্রবার হবে ম্যাচটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2023, 05:10 PM
Updated : 23 March 2023, 05:10 PM

আন্তর্জাতিক বিরতিতে একটি ম্যাচ বাড়ল আর্জেন্টিনার। বিশ্বকাপ জয় উদযাপনের অংশ হিসেবে স্বদেশী ক্লাব রিভার প্লেটের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মাঠে আগামী শুক্রবারের এই প্রীতি ম্যাচে গ্যালারিতে থাকতে পারবেন না কোনো দর্শক।

প্রথমে রিভার প্লেটের অনুশীলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল আর্জেন্টিনাকে। এরপর দুই পক্ষ মিলে প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে সম্মত হয়।

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা জেতেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। প্রীতি ম্যাচটিকে দেশের মাটিতে দারুণ এই উপলক্ষ্য উদযাপনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ঘরের মাঠে পানামার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, পানামার বিপক্ষে যারা খেলবেন না, কেবল তাদেরই রিভার প্লেটের বিপক্ষে মাঠে নামাবেন স্কালোনি।

আগামী ২৮ মার্চ কিরাসাওয়ের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

এর আগে আগামী ২৭ মার্চ নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের জন্য দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন, কনমেবলের কাছ থেকে সম্মাননা গ্রহণ করার জন্য প্যারাগুয়েতে যাবে স্কালোনির দল।