টেনিস: ফরাসি ওপেন
প্রথম রাউন্ডে সরাসরি সেটে জিতেছেন দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা।
Published : 27 May 2024, 01:14 AM
ফরাসি ওপেনের শুরুটা দারুণ হয়েছে কার্লোস আলকারাসের। যুক্তরাষ্ট্রের জেজে উলফকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা।
প্যারিসে রোববার বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের প্রথম দিনে ২১ বছর বয়সী আলকারাস জেতেন ৬-১, ৬-২, ৬-১ গেমে।
পেশির চোটে গত এপ্রিলে মন্টে কার্লো মাস্টার্স থেকে সরে দাঁড়ান তিনি। খুব বেশি ম্যাচ অনুশীলন ছাড়াই পা রাখেন প্যারিসে। তবে কোর্টে মেলে ধরলেন তার সেরাটাই। এক ঘন্টা ৫১ মিনিটে জিতে নিলেন ম্যাচ।
গত বছর ফরাসি ওপেনের সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল আলকারাস।