ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
দুই দলের মধ্যে পার্থক্য খুব একটা দেখেন না নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কুমান, তবে নিজেদের সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদী।
Published : 10 Jul 2024, 11:57 AM
ভলফুসবুর্গ থেকে ট্রেনে করে ডর্টমুন্ডে যাওয়ার কথা ছিল নেদারল্যান্ডস দলের। কিন্তু লাইনের সমস্যায় ট্রেন বন্ধ হয়ে গেল। ডাচরাও হোটেলে আটকে রইলেন। পরে বিশেষ ব্যবস্থায় বিমানে করে ডর্টমুন্ডে নেওয়া হলো তাদেরকে। নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর তারা পা রাখলেন ম্যাচের শহরে। সেই ঝামেলায় কোচ রোনাল্ড কুমানের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনই বাতিল করে দিতে হলো।
পরে উয়েফার সঙ্গে কথোপকথনে অবশ্য ম্যাচ নিয়ে ভাবনা জানালেন কুমান। ভ্রমণের এই বাড়তি ঝামেলাটুকুকে তিনি খুব একটা সমস্যা মনে করছেন না।
“এটা কোনো সমস্যা নয়। আজকে বিকেলে বেশ ভালোই বিশ্রাম নিয়েছি আমরা। বিমানে ছিলাম মাত্র ৩০ মিনিটের জন্য। এরপর হোটেলে পৌঁছেছি। আজকে রাতেও খুব ভালোভাবে বিশ্রাম নিতে পারব আমরা।”
ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার ডর্টমুন্ডে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ইংল্যান্ড। শক্তি-সামর্থ্যে দুই দলের কাউকে খুব একটা এগিয়ে-পিছিয়ে রাখতে পারছেন না ডাচ কোচ।
“আমরা জানি যে, দুই দলের মধ্যে পার্থক্য খুব একটা নেই। আমার মতে সম্ভাবনা ৫০-৫০। জিততে হলে ‘পারফেক্ট’ ম্যাচ খেলতে হবে আমাদের।”
“দুই দলেরই দারুণ কিছু ফুটবলার আছে। দুই দলই শক্তিশালী। তাই কঠিন লড়াই হবে।”
একটা জায়গায় অবশ্য একটু বাড়তি সুবিধা পাওয়ার আশা করছেন কুমান। কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিট লড়ার পর টাইব্রেকারে জিতেছে ইংল্যান্ড। ডাচ কোচের ধারণা, সেমি-ফাইনালের লড়াইয়ের শেষ দিকে তাই একটু ক্লান্তি পেয়ে বসতে পারে ইংলিশ ফুটবলারদের।
“সবশেষ ম্যাচে ইংল্যান্ডকে অতিরিক্ত সময় খেলতে হয়েছে। হয়তো এই ম্যাচের শেষের দিকে এটা একটা পার্থক্য গড়ে দিতে পারে। আমরা তরতাজা ও মনোযোগী আছি, ওদের বিপক্ষে দারুণ একটি ম্যাচ খেলার অপেক্ষায় আছি।”
আরেকটি ব্যাপারও ডাচদের পক্ষে থাকতে পারে-দর্শক সমর্থন। নেদারল্যান্ডস সীমান্তের খুব কাছের শহর ডর্টমুন্ড। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, প্রায় ৮০ হাজার ডাচ সমর্থক এই ম্যাচের জন্য ডর্টমুন্ডে আসছেন। অনেকটটা ঘরে মাঠের আবহ তাই পেতে পারে কুমানের দল। সেই সমর্থকদের হতাশ করতে চান না কোচ।
“আমাদের দেশ খুব কাছেই। আশা করি, এই ম্যাচ জিতে ফাইনালে উঠে সমর্থকদের খুশি করতে পারব আমরা।”