ইংলিশ ফুটবল
টুর্নামেন্ট শুরুর পরও দলবদল চালিয়ে যাওয়ার পক্ষে নন নুনো ইস্পিরিতো।
Published : 27 Mar 2025, 09:58 PM
মৌসুম শুরু হয়ে যাওয়ার পরও প্রায় দুই সপ্তাহের মতো খোলা থাকে প্রিমিয়ার লিগের দলবদলের উইন্ডো। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ে দলে। পরিকল্পনায় থাকা খেলোয়াড়কে হারায় কোনো কোনো ক্লাব। আবার প্রাক মৌসুম পর্ব পার হওয়ার পর কোনো খেলোয়াড়কে দলে পেলে তাকে মানিয়ে নিতে কিছুটা সময় দিতে হয়। এসব কারণে অনেক দিন ধরেই ইংল্যান্ডের শীর্ষ লিগ শুরু হওয়া মাত্র দলবদল বন্ধের পক্ষে সরব প্রিমিয়ার লিগের কোচরা। আরও এক মৌসুম পুরোনো ধারাতেই চলার খবরে হতাশ নটিংহ্যাম ফরেস্টের কোচ নুনো ইস্পিরিতো।
আগামী শনিবার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে নটিংহ্যাম। বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলবদলের সময়সীমা নিয়ে হতাশা প্রকাশ করেন দলটির ৫১ বছর বয়সী পর্তুগিজ কোচ।
“আমি মনে করি বড় ইস্যু থেকেই যাবে। সেটা হলো প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পরও দলবদলের উইন্ডো সচল থাকবে। লড়াইয়ে জয় পাওয়া যায়নি। আমি বিশ্বাস করি, টুর্নামেন্ট শুরু হওয়া মাত্র দলবদল বন্ধ হলে তা প্রতিযোগিতার জন্য ভালো হবে।”
প্রিমিয়ার লিগ বৃহস্পতিবার এক সভায় ঠিক করেছে আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে থাকবে দুটি উইন্ডো। প্রথমটি শুরু হবে ১ জুন, যা বন্ধ হবে ১০ জুন।
এটি হবে এবারের বর্ধিত ক্লাব বিশ্বকাপের ব্যতিক্রমী নিবন্ধনের সময়সীমার জন্য।
এরপর ১৬ জুন ফের শুরু হয়ে বদলবদল চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। বন্ধের সময়সীমা এখনও জানানো হয়নি। তবে গত কয়েক বছর ধরে স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত চলেছিল দলবদল।