টেনিস: ইউএস ওপেন
ড্যান ইভান্সের দারুণ জয়ের দিনে নারী এককের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তার স্বদেশি সাবেক চ্যাম্পিয়ন এমা রাডুকানু।
Published : 28 Aug 2024, 06:15 PM
পঞ্চম সেটে একটা সময়ে ৪-০ গেমে পিছিয়ে পড়লেন ড্যান ইভান্স। তখন তার বিদায় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে খাদের কিনারা থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালেন ব্রিটেনের এই টেনিস খেলোয়াড়। ম্যারাথন এক লড়াইয়ে রাশিয়ার কারেন কাচানোভকে হারিয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন তিনি।
নিউ ইয়র্কে বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচে র্যাঙ্কিংয়ের ২২তম খেলোয়াড় কাচানোভকে ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-২), ৭-৬ (৭-৪) ৪-৬, ৬-৪ গেমে হারান ১৮৪ নম্বরের ইভান্স।
ম্যাচের স্থায়িত্ব ছিল ৫ ঘন্টা ৩৫ মিনিট, উন্মুক্ত যুগে ইউএস ওপেনের সবচেয়ে দীর্ঘতম ম্যাচ এটিই। আগের রেকর্ড ছিল ৫ ঘন্টা ২৬ মিনিট; ১৯৯২ সালের সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের মাইকেল চ্যাংকে হারিয়েছিলেন সুইডেনের স্টেফান এডবার্গ।
৩৪ বছর বয়সী ইভান্সের দারুণ জয়ের দিনে নারী এককের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তার স্বদেশি সাবেক চ্যাম্পিয়ন এমা রাডুকানু। তাকে ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন।
মাত্র ১৮ বছর বয়সে ২০২১ সালের ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দেন রাডুকানু, গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে আসা প্রথম খেলোয়াড় হিসেবে হন চ্যাম্পিয়ন। তবে ফর্মহীনতা আর চোটের ধাক্কায় পরে কোর্টে আর সেভাবে দ্যূতি ছড়াতে পারেননি তিনি।
শিরোপা ধরে রাখার অভিযানে নেমে ২০২২ ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেন রাডুকানু। গত আসরে তিনি খেলতে পারেননি কব্জি ও গোড়ালির অস্ত্রোপচারের কারণে। এই সময়ে অন্য কোনো গ্র্যান্ড স্ল্যামেও চতুর্থ রাউন্ড পার হতে পারেননি তিনি।