নেইমার কদিন আগে এমন ইচ্ছার কথা বললেও ইন্টার মায়ামি কোচ বললেন, সেটা বাস্তবসম্মত নয়।
Published : 10 Jan 2025, 03:38 PM
দিন দুয়েক আগে নেইমার ইন্টার মায়ামিতে যাওয়ার আভাস দেওয়ার পর, অনেকেই হয়তো ফের সেই বিধ্বংসী এমএসএন আক্রমণত্রয়ীর জাদু দেখার সম্ভাবনা দেখছিল। তবে গুঞ্জনটাকে আর ডালপালা মেলতে দিলেন না যুক্তরাষ্ট্রের ক্লাবটির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো। বললেন, নেইমারকে দলের টানা তাদের পক্ষে একেবারেই অসম্ভব।
ফুটবলের সবচেয়ে সৃষ্টিশীল ও ভয় জাগানিয়া ফরোয়ার্ডদের একজন নেইমার স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসি ও সুয়ারেসের সঙ্গে গড়েছিলেন ত্রিফলা আক্রমণভাগ। তবে ২০১৭ সালে নেইমার ট্রান্সফার ফির রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে পিএসজিতে পাড়ি জমালে ভেঙে যায় ভয়ঙ্কর সেই আক্রমণভাগ।
তবে তারপর আর সেভাবে কখনোই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি নেইমার। ২০২৩ সালে পিএসজি ছেড়ে তিনি যোগ দেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। দুর্ভাগ্য এখানেও তার পিছু ছাড়েনি। এক বছরের বেশি সময় চোটের কারণে বাইরে আছেন তিনি, সৌদি প্রো লিগের দলটির হয়ে খেলতে পেরেছেন মাত্র সাতটি ম্যাচ।
এখানে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। এরপর? নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে সম্প্রতি সিএনএনের সঙ্গে এক আলাপচারিতায় নেইমার ইন্টার মায়ামির যাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেন, সম্ভব হলে আরও একবার মাঠে এমএসএন গড়ে তোলার আভাস দেন। দলটিতে আগে থেকেই আছেন মেসি ও সুয়ারেস।
সাংবাদিকদের সঙ্গে মাসচেরানোর আলাপকালে উঠল নেইমারের ওই কথার প্রসঙ্গ। বার্সেলোনায় তারা দুজনও একসঙ্গে খেলেছেন। পুরনো সতীর্থকে নতুন পরিচয়ে দলে পেতে চান কিনা-এমন প্রশ্নের উত্তরে মাসচেরানো বলেন, নেইমারের মতো খেলোয়াড়কে কে না দলে পেতে চায়। তবে তার দলে আপাতত সেটা অসম্ভব।
“আমরা নেইমারের বিষয়ে কথা বলতে পারি না, কারণ (এর জন্য) আমাদের কিছুই নেই।”
“অবশ্যই নেইমার অসাধারণ এক খেলোয়াড়। বিশ্বের প্রত্যেক কোচই তাকে পেতে চাইবে; কিন্তু এই মুহূর্তে এখানে দলগুলোর বেতনের সীমা নিয়ে এমএলএসের একটা নিয়ম আছে। তাতে, বর্তমানে তাকে দলে আনার চেষ্টা করাটাও অসম্ভব।”
২০২৪ সালে এমএলএসের নিয়মিত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সাপোর্টার্স শিল্ড ট্রফি জয় করে মায়ামি। কিন্তু মেজর লিগ সকারের প্লে অফের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে তারা অ্যাটলান্টা ইউনাইটেডের বিপক্ষে হেরে।
এরপর গত নভেম্বরে দলটির ওই সময়ের কোচ জেরার্দো তাতা মার্তিনো সরে দাঁড়ান। তার উত্তরসূরি হিসেবে ওই মাসেই মাসচেরানোকে নিয়োগ দেয় ইন্টার মায়ামি।