ইংলিশ ফুটবল
টেবিলের অবস্থান বিবেচনায় এই মুহূর্তে কোনো দলকে সেরা বলা ঠিক নয় বলে মনে করেন লিভারপুলের কোচ।
Published : 21 Jan 2025, 04:20 PM
প্রতিপক্ষের কাছ থেকে প্রশংসা শুনতে কার না ভালো লাগে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ের পর দলটির কোচ থমাস ফ্রাঙ্ক লিভারপুলকে স্তুতির জোয়ারে ভাসান, যা আর্না স্লটের দারুণ লেগেছে। তবে এখনই নিজের ক্লাবকে ইউরোপের সেরা বলতে নারাজ অ্যানফিল্ডের দলটির কোচ।
প্রিমিয়ার লিগে গত শনিবার লিভারপুলকে প্রায় রুখেই দিয়েছিল ব্রেন্টফোর্ড। কিন্তু যোগ করা সময়ে বদলে যায় দৃশ্যপট। তিন মিনিটের মধ্যে দুই গোল করে জয়ের আনন্দে মাঠ ছাড়ে ‘অল রেড’ নামে পরিচিত দলটি।
একেবারে শেষ সময়ে জ্বলে ওঠেন দারউইন নুনেস। ৯১ ও ৯৩তম মিনিটে উরুগুয়ে ফরোয়ার্ডের দারুণ দুটি গোলে ২-০ গোলে জয়ের উল্লাসে মাতে লিভারপুল।
ম্যাচ শেষে লিভারপুলকে ‘প্রিমিয়ার লিগ ও বিশ্বের সেরা দল’ বলে প্রশংসা করেন ফ্রাঙ্ক। ফুটবলের মানের বিচারে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির চেয়েও লিভারপুলকে এগিয়ে রাখেন ব্রেন্টফোর্ড কোচ।
প্রিমিয়ার লিগের মতো এবারের চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে লিভারপুল। মঙ্গলবার তারা লিলের মুখোমুখি হবে। ম্যাচটির আগে স্লটের সংবাদ সম্মেলনে ওঠে ফ্রাঙ্কের স্তুতির প্রসঙ্গ। লিভারপুল কোচ বললেন, তাদের নিয়ে এমন কথা বলার এখনও সময় আসেনি।
“আমার মনে হয়, এসব বলার সময় এখনো আসেনি। আমাদের এখনও অনেক দলের মুখোমুখি হওয়া বাকি। তবে প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করা একজন কোচের কাছ থেকে প্রশংসা পাওয়া সবসময়ই দারুণ।”
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ওই জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে তারা। তাদের হাতে একটি ম্যাচও বেশি আছে।
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচের সবকটি জিতে সেখানেও সবার ওপরে লিভারপুল। সব মিলিয়ে দারুণ ছন্দে থাকলেও পা মাটিতেই রাখছেন স্লট। তার মতে, টেবিলের অবস্থান বিচার করে কাউকে সেরা বলা এই মুহূর্তে ঠিক হবে না।
“যখনই মাঠে নামি, আমরা ম্যাচ জিততে চাই। আপনি ভাবতে পারেন, শীর্ষে থাকাটাই সেরা অবস্থান; তবে আমার কাছে এটা খুবই অদ্ভুত এক লিগ টেবিল।”
“কারণ প্রতি সপ্তাহে, আপনি যদি টেবিলের নিচের দিকের দলেরও মুখোমুখি হন, তারাও সবচেয়ে কঠিন দল (কারণ আপনি আগে তাদের মুখোমুখি হননি) হয়ে ওঠে। পয়েন্ট তালিকা বিচার করে বলতে পারবেন না কে এই মুহূর্তে সেরা, আমরা একই দলের বিপক্ষে আবার (ফিরতি লেগ) খেলিনি।”