স্প্যানিশ ফুটবল
প্রচুর ম্যাচ থাকায় নকআউট পর্বে অতিরিক্ত ৩০ মিনিট বাতিল করা হলে খেলোয়াড়দের জন্য ভালো হবে, মত বার্সেলোনা কোচের।
Published : 26 Mar 2025, 08:31 PM
কোপা আমেরিকায় ফাইনাল ছাড়া নকআউট পর্বের কোনো ম্যাচে অতিরিক্ত সময় নেই। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না এলে সরাসরি চলে যাওয়া হয় টাইব্রেকারে। এমন কিছু কি ইউরোপীয় ফুটবলেও প্রয়োজন? ভীষণ ব্যস্ত সূচি, খেলোয়াড়দের একের পর এক চোটে এ নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও অতিরিক্ত সময় বাদ দেওয়ার পক্ষে। তবে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি ছেড়ে দিলেন ফিফা ও উয়েফার ওপর।
নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে চার লড়াইয়ের তিনটিই যায় অতিরিক্ত সময়ে। এর দুটি যায় টাইব্রেকারে। এ কারণে ওসাসুনা ম্যাচের একাদশ সাজানো নিয়ে ভাবতে হচ্ছে ফ্লিককে।
বার্সেলোনা ক্লাবের চিকৎসক মারা যাওয়ায় শুরুর একটু আগে স্থগিত হয়ে গিয়েছিল ওসাসুনার বিপক্ষে তাদের ম্যাচটি। লা লিগার সিদ্ধান্ত অনুযায়ী সেই ম্যাচ হবে আগামী বৃহস্পতিবার।
ম্যাচটি আন্তর্জাতিক বিরতির ঠিক পরপরই হওয়ায় খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজনীয় সময়টুকু দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে বার্সেলোনা কোচের জন্য। তবে পথ বের করে নেওয়ার কথা বললেন ফ্লিক।
“বাড়তি সময় খেলা বাতিল করা উচিত কি না? হ্যাঁ, আমি মনে করি এ নিয়ে আমাদের ভাবা উচিত। তবে এটা আমার সিদ্ধান্ত নয়, এটা নিতে হবে ফিফা বা উয়েফার। তবে ৩০ মিনিট সময় কমিয়ে আনলে ভালো হবে। কারণ, এই দলগুলোতে, জাতীয় দলগুলোতে সেরা খেলোয়াড়রা খেলছে। আর অবশ্যই তাদের অনেক ম্যাচ খেলতে হয়।”
“স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস দলে খেলা ফুটবলারদের রিকভারের জন্য সময় প্রয়োজন। আজ ওরা প্রথম পূর্ণ সেশন অনুশীল করল। আসলে এখানে কিছু করার নেই, ওদের জন্য অবশ্যই এটা খুব ভালো কিছু নয়, তবে ওরা পেশাদার। দলটা অবিশ্বাস্য, ওরা ভালোভাবে রিকভার করেছে এবং তারা পেশাদার।”
স্পেন-নেদারল্যান্ডস এবং ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচ টাইব্রেকার পর্যন্ত যাওয়ায়, আসছে ম্যাচে নিজের একাদশ নিয়ে অনেক ভাবতে হবে ফ্লিকের।
“ওরা কত মিনিট খেলবে, এ নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। অন্য খেলোয়াড়রা এত বেশি মিনিট খেলেনি। তবে তারা অনুশীলন করেছে। কে শুরু থেকে খেলবে বলা কঠিন।”
“এই পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে। ওরা এভাবেই সিদ্ধান্ত নেয়, যা আমরা পরিবর্তন করতে পারব না। এটা উয়েফা কিংবা ফিফার সিদ্ধান্ত নিতে হবে যে, খেলোয়াড়রা বিশ্রাম নিতে পারবে কি না। তবে শেষ পর্যন্ত ব্যাপারটা এমনই, লা লিগা (ওসাসুনা ম্যাচের ব্যাপারে) সবুজ সংকেত দিয়েছে।”