জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
Published : 04 Apr 2025, 01:09 PM
গাইবান্ধা সদরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের একোয়াস্টেট পাড়ার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ওসি ফেরদৌস রহমান।
গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শহরের মহুরীপাড়ায় (বিহারি পট্টি) আব্দুল মতিন খানের ছেলে খান মোহাম্মদ সাইদ হাসান জসিম (৪০) এবং জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু (৪৮)।
ফেরদৌস রহমান বলেন, গ্রেপ্তারের পর রাতেই জসিম ও রঞ্জুকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
গত বছরের ১৭ জুলাই জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ অগাস্ট জেলা বিএনপি নেতা আব্দুল হাই সরকার বিস্ফোরক দ্রব্য আইনে গাইবান্ধা সদর থানায় মামলা করেন। সেই মামলায় জসিম ও রঞ্জু তালিকাভুক্ত আসামি।