“মানুষ তো অনেক দিন অর্থনীতির খোঁজ খবর থেকে বলা যায় বিচ্ছিন্ন; এর মধ্যে বাণিজ্য নিয়ে ট্রাম্পের নতুন নীতি ঘোষণা হয়েছে, সব মিলিয়ে একটু বুঝতে সময় নিতে পারে,’’ বলেন সাইফুল ইসলাম।
Published : 06 Apr 2025, 01:04 PM
ঈদের দীর্ঘ ছুটি শেষে দেশের দুই পুঁজিবাজারে মিশ্র সূচকে লেনদেন হচ্ছে।
রোববার প্রথম আড়াই ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট হারিয়ে অবস্থান করছিল পাঁচ হাজার ১৯৩ পয়েন্টে। সবশেষ ছুটির আগে সূচক ছিল ৫ হাজার ২১৯ পয়েন্ট।
এসময় লেনদেন হয় ২৩৮ কোটি টাকার সিকিউরিটিজ। হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দর বৃদ্ধি পায় ৯০টি কোম্পানির, কমে ২৬৭টির ও আগের দরে লেনদেন চলে ৩৪টির।
এসময় সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪ হাজার ৫৮১ পয়েন্টে।। লেনদেন হয়েছে এক কোটি ৪৮ লাখ টাকার শেয়ার।
এদিন মতিঝিলের ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম দেখে গেছে। যারা এসেছেন, লেনদেনের ফাঁকে নিজেদের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন।
লম্বা ছুটি শেষে বিনিয়োগকারীরা ঢাকায় ফিরলেও লেনদেন বাড়তে সময় লাগতে পারে বলে মনে করেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদের পরে প্রথম কার্যদিবসে সাধারণত শেয়ার লেনদেন কম হয়। এবার তো অনেক ছুটি ছিল, হয়ত সময় নেবে একটু।
“মানুষ তো অনেক দিন অর্থনীতির খোঁজ খবর থেকে বলা যায় বিচ্ছিন্ন। এর মধ্যে বাণিজ্য নিয়ে ট্রাম্পের নতুন নীতি ঘোষণা হয়েছে, সব মিলিয়ে একটু বুঝতে সময় নিতে পারে।’’
ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, রোজা শেষে পুঁজিবাজারে লেনদেন আগের নিয়মে ফিরেছে। সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং। আর দাপ্তরিক সময় হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।