নেইমারের সম্ভাব্য বিকল্প হিসেবে ভিনিসিউসকে পেতে চায় সৌদি ক্লাব আল হিলাল, এরকম খবর এসেছে সংবাদমাধ্যমে।
Published : 24 Jan 2025, 11:43 AM
গত মৌসুমে এক দফায় চেষ্টা করে সফল হয়নি সৌদি আরবের কর্তৃপক্ষ। তবে হাল ছাড়েনি তারা। ভিনিসিউসকে সৌদি আরবের ফুটবলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি পাবলিক ইনভেস্ট ফার্ম। তবে ব্রাজিলের এই তারকার সাফ কথা, স্বপ্নের ক্লাব রেয়াল মাদ্রিদে থেকেই নিজেকে নতুন উচ্চতায় তুলে নিতে চান তিনি।
রেয়াল মাদ্রিদে ভিনিসিউসের চুক্তি আছে ২০২৭ পর্যন্ত। তার রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো। গত বছর ইএসপিএনসহ বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, এই উইঙ্গারকে পেতে প্রবল আগ্রহী সৌদি আরব। আনুষ্ঠানিক প্রস্তাব অবশ্য দেওয়া হয়নি, তবে রেয়ালের তারকার সঙ্গে যোগাযোগ করে তার মনোভাব জানতে চেয়েছিলেন তারা। ভিনিসিউস তখন সম্ভাবনা পুরোপুরি বাতিল করেননি বলেও খবর এসেছিল নানা সংবাদমাধ্যমে।
এবার ইএসপিএনের খবর, গত মাসে আবার ভিনিসিউসের সঙ্গে যোগাযোগ করে সৌদি কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তাদের আগ্রহ এখনও আছে ভালোভাবেই। কিলিয়ান এমবাপে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ভিনিসিউসের ভাবনায় পরিবর্তন আসতে পারে, এমন সম্ভাবনা দেখছে সৌদি কর্তৃপক্ষ।
গত বছর যখন আলোচনা ছিল, তখন সৌদি ফুটবলে ভিনিসিউসের সম্ভাব্য ঠিকানা হিসেবে আলোচনায় ছিল আল আহলি। তবে এই সপ্তাহেই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, নেইমারের সম্ভাব্য বিকল্প হিসেবে ভিনিসিউসকে পেতে চায় আল হিলাল।
সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফার্মের মালিকানায় আছে আল আহলি, আল হিলাল, আল নাস্র ও আল ইত্তিহাদ ক্লাব। গত বছর দুয়েকে ক্রিস্তিয়ানো রোনালদো, কারিম বেনজেমাসহ বিশ্ব ফুটবলের অনেক তারকা নাম লিখিয়েছেন এই ক্লাবগুলিতে। ভিনিসিউসের জন্য বছরে ৩৫ কোটি ইউরো পারিশ্রমিকের প্রস্তাব ছিল বলে খবর এসেছিল গত বছর।
ভিনিসিউসকে নিয়ে জিজ্ঞেস করা মার্কার পক্ষ থেকে জানত চাওয়া হলে সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী ওমার মুঘারবেল বলেন, “আমরা স্বপ্নের কথা বলছি না। এটা সময় আর আলোচনার ব্যাপার।”
ভিনিসিউস অবশ্য শোনালেন তার স্বপ্নের কথা। সৌদি প্রস্তাবের প্রসঙ্গে ২৪ বছর বয়সী তারকা টিএনটি ব্রাজিলকে বললেন, তিনি ভাবনা শুধু রেয়ালকে ঘিরেই।
“আমার পরবর্তী পদক্ষেপ হলো নিজের খেলায় প্রতিনিয়ত উন্নতি করার ব্যাপারটি মাথায় রাখা, নিজেকে আরও সমৃদ্ধ করে তোলার পথে এগিয়ে চলা এবং বিশ্বের সবচেয়ে বড় ক্লাবকে সহায়তা করা।”
“আমার স্বপ্ন ছিল এই ক্লাবে আসা, গ্রেট ফুটবলার সঙ্গে খেলা। এখনকার কথা বললে, এটিই আমার স্বপ্ন, বড় চিন্তা করা এবং এই ক্লাবের জার্সি গায়ে আরও অনেক ট্রফি জেতা।”