সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
শিরোপাধারী ভারতকে এগিয়ে রাখলেও নিজের দল নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটুর।
Published : 29 Sep 2024, 07:49 PM
গ্রুপ পর্বের দেখায় শেষ দিকে গোল হজম করে হারের ঘটনা আর মনে রাখতে চাইছে না বাংলাদেশ। ফাইনাল বলেই নতুন উদ্যমে, নতুন স্বপ্ন নিয়ে নিজেদের মেলে ধরতে মুখিয়ে আছে দল। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে শিরোপা লড়াই সামনে রেখে বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটুও বললেন, ফাইনাল হবে ফাইনালের মতোই।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতার মুকুট ধরে রাখার চাপ ভারতের কাঁধে। সে চাপ মেনে নিয়ে দলটির কোচ ইশফাক আহমেদও বললেন, ভালো একটা ফাইনাল হবে।
ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
বিবর্ণ বাংলাদেশ গ্রুপ পর্ব পার হয় অন্য ম্যাচের ফল পক্ষে আসায়। মালদ্বীপের বিপক্ষে ১-১ ড্রয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল তারা; কিন্তু দ্বীপ দেশটিকে পরে ভারত ৩-০ গোলে হারানোয় সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ।
সেখানেও বিদায় ঘণ্টা বেজে যাওয়ার চোখ রাঙানি ছিল প্রবলভাবে। পাকিস্তানের বিপক্ষে অন্তিম সময়ের গোলে ২-২ সমতা ফিরিয়ে ম্যাচ বাংলাদেশ টেনে নেয় টাইব্রেকারে। সেখানে বদলি গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজের নৈপূণ্যে ৮-৭ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে টিটুর দল।
পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পাওয়া ওই জয়ের আত্মবিশ্বাস নিয়েই অপরাজিত থেকে ফাইনালে আসা ভারতকে আটকানোর ছক কষছেন টিটু।
“কোনো সন্দেহ নেই, ভারত এগিয়ে। যদি তাদের খেলোয়াড়দের দেখেন…টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি তারা পরিণত, আমি এটাই দেখেছি। তবে ছেলেরা যেভাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পারফরম্যান্স করেছে, তাদের নিয়ে আমি গর্বিত। আমি মনে করি, এটা তাদের আত্মবিশ্বাস দেবে। তবে ভারত ভালো দল, তারা শিরোপাধারী, তাদের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে।”
“আমি মনে করি, আমাদের ছেলেদেরও সামর্থ্য আছে। আমি মনে করি, ফাইনাল ফাইনালের মতোই হওয়া উচিত। সবাই নিজেদের সেরাটা নিতে চাইবে। কোচেরাও চাইবে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিতে, শিরোপা জিততে। আমাদেরও একই লক্ষ্য- ট্রফি জেতা। আমরা জানি, লক্ষ্যপূরণ কঠিন, বিশেষ করে ভারতের বিপক্ষে। ভারত যেভাবে খেলছে, তাদের বিপক্ষে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।”
গ্রুপ পর্বে কোনো গোল হজম করেনি ভারত। সেমি-ফাইনালে নেপালকে ৪ গোল দিয়ে তারা খেয়েছিল দুটি। শক্তিশালী ভারতের বিপক্ষে সুযোগ কাজে লাগানোর দিকে বাড়তি মনোযোগ দিতে হবে বলে মনে করেন টিটু।
“আগের ম্যাচগুলোতে আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি। এই দিকটা আমাদের দেখতে হবে। ফাইনালে আমাদের কতটা সুযোগ আসবে…এত সুযোগ আসবে না। সে অনুযায়ী যেটা আসবে, সেটা কাজে লাগাতে পারলে আমাদের জন্য ভালো হবে। একটা ম্যাচ যেহেতু ওদের বিপক্ষে খেলেছি, তো আমাদের উচিত পরের ম্যাচে ওদের বিপক্ষে আরও ভালো করা।”
ফাইনাল বলেই পুরোপুরি নির্ভার নন ভারত কোচ ইশফাক। শিরোপা নিয়ে ঘরে ফেরার লক্ষ্য জানালেও বাংলাদেশকে সমীহ করতে ভোলেননি তিনি।
“ফাইনাল আমি মনে করি, সবসময় অতিরিক্ত চাপের। বাংলাদেশ ভালো দল এবং সেমি-ফাইনালে ঘুরে দাঁড়িয়ে তারা ভালো করেছে। আমার মনে হয়, ভালো একটা ম্যাচ হবে। যদি আমরা ভালো ফল পেতে চাই, আমরা জানি, আমাদের খুবই ভালো পারফরম করতে হবে।”