ইংলিশ ফুটবল
Published : 14 Feb 2025, 04:08 PM
লিভারপুল কোচ আর্না স্লটের দুই ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। তার নিষেধাজ্ঞার কথা জানিয়ে নিজেদের ওয়েবসাইটে যে বিবৃতি দিয়েছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ, সেটা মুছে ফেলেছে তারা।
প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচ শেষে লাল কার্ড দেখার ঘটনায় স্লটের দুই ম্যাচের নিষেধাজ্ঞার কথা বৃহস্পতিবার জানায় লিগ কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য’ স্লটকে লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার।
কিন্তু এক ঘন্টা পরই সেই বিবৃতি মুছে ফেলা হয়। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি লিগ কর্তৃপক্ষ।
কোচদের লাল কার্ডের জন্য সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকে। স্লট যদি সত্যিই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান, তাহলে লিভারপুলের পরের দুই ম্যাচে লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও অ্যাস্টন ভিলার বিপক্ষে টাচলাইনে দাঁড়াতে পারবেন না ৪৬ বছর বয়সী এই ডাচ কোচ।
চলতি মৌসুমে এরই মধ্যে ডাগআউটে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন স্লট। মৌসুমে তৃতীয় হলুদ কার্ড পাওয়ায় এফএ কাপে সাউথ্যাম্পটনের বিপক্ষে টাচলাইনে ছিলেন না তিনি।
এভারটনের বিপক্ষে লাল কার্ড দেখেন স্লটের সহকারী সিপকে হুলশফও। ম্যাচ শেষে দুজনের কারোরই সংবাদমাধ্যমের সামনে কথা বলার অনুমতি ছিল না।
মার্সিসাইড ডার্বিটি বুধবার ২-২ গোলে ড্র হয়। যোগ করা সময়ের অষ্টম মিনিটে জেমস তার্কোভস্কির সমতাসূচক গোলের পর লিভারপুলের দর্শকসারির সামনে গিয়ে উদযাপন করেন এভারটনের দুকুরে, যা তাতিয়ে দেয় লিভারপুলের কার্টিস জোন্সকে, রেগে গিয়ে প্রতিবাদ জানান তিনি। ম্যাচ শেষ হতেই শুরু হয় হাতাহাতি, তাতে যোগ দেন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা।
ওই ঘটনায় দুকরে ও জোন্সকেও লাল কার্ড দেখান রেফারি।