নারী ফুটবল
এ নিয়ে বাংলাদেশের দশ জন নারী ফুটবলার গেলেন ভুটানের লিগে খেলতে।
Published : 16 Apr 2025, 04:44 PM
কথা পাকাপাকি ছিল আগেই, কৃষ্ণা রানী সরকারের ভুটানে যাওয়া আটকে ছিল ওয়ার্ক পারমিট না মেলায়। সেটা মিলে যাওয়ায় বাংলাদেশের এই ফরোয়ার্ডও ভুটান গেছেন দেশটির ঘরোয়া লিগে খেলতে।
ভুটানের উদ্দেশে বুধবার রওনা দেন কৃষ্ণা। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে নিশ্চিত করেছেন।
এ নিয়ে বাংলাদেশের দশ জন নারী ফুটবলার ভুটানের লিগে খেলতে গেলেন। প্রথম দফায় সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটানের নারী লিগে খেলতে দেশটিতে যান; তারা সবাই খেলবেন লিগের দল পারো এফসির হয়ে।
গত রোববার ভুটানের ক্লাবে খেলতে দেশ ছাড়েন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।
সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবে থিম্পু সিটির হয়ে এবং মাসুরা ও টানা দুই উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলকিপারের পুরস্কার জেতা রুপনা খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।
কৃষ্ণাও খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশের বাইরের লিগে খেলবেন দুটি উইমেন’স সাফ জয়ী এই ফরোয়ার্ড। এর আগে ২০১৮ সালে তিনি খেলেছিলেন ভারতের ঘরোয়া লিগের দল সেথু এফসির হয়ে।
গত অক্টোবরে নেপালে উইমেন’স সাফের মুকুট ধরে রাখার পর কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ১৮ জন ফুটবলার। লম্বা সময় ধরে চলা টানাপোড়েনের অবসান ঘটিয়ে ঈদ-উল-ফিতরের পর শুরু হওয়া ক্যাম্পে ফিরেছিলেন তারা।
আগামী জুনে উইমেন’স এশিয়ান কাপের বাছাই সামনে রেখে এ মুহূর্তে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বাটলার। তবে এরই মধ্যে দশ জন ফুটবলার পাড়ি জমালেন ভুটানের লিগে।
চোট কাটিয়ে ফিরে গত উইমেন’স সাফে দলের সঙ্গী হয়েছিলেন কৃষ্ণা। তবে বাটলারের কোচিংয়ে নিয়মিত খেলার সুযোগ মেলেনি ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের।