জার্মান ফুটবল
বুন্ডেসলিগায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার।
Published : 26 Apr 2025, 11:32 PM
মাঠ থেকে হয়তো ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের স্বাদ নিতে পারবেন না হ্যারি কেইন। বুন্ডেসলিগায় পরের ম্যাচে বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকারকে থাকতে হবে বাইরে, যে ম্যাচ জিতলে শিরোপা ঘরে তুলবে জার্মান জায়ান্টরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার মাইন্সকে ৩-০ গোলে হারানোর ম্যাচে হলুদ কার্ড দেখেন কেইন। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে তার ফাউলে ফ্রি-কিক পায় সফরকারীরা। প্রতিপক্ষকে বল না দিয়ে ধরে রাখায় ইংলিশ তারকা স্ট্রাইকারকে হলুদ কার্ড দেখান রেফারি।
লিগে এনিয়ে পঞ্চম হলুদ কার্ড দেখলেন কেইন। তাতে পরের ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে প্রতিযোগিতাটির চলতি আসরের সর্বোচ্চ গোলদাতাকে।
আগামী শনিবার লাইপজিগের বিপক্ষে খেলবে বায়ার্ন। ম্যাচটি জিতলেই রেকর্ড ৩৪তম লিগ শিরোপা ঘরে তুলবে তারা।
৩১ রাউন্ড শেষে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। টেবিলে দুইয়ে থাকা শিরোপাধারী বায়ার লেভারকুজেনের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ৮। সমান ম্যাচে ১৯ জয় ও ১০ ড্রয়ে লেভারকুজেনের পয়েন্ট ৬৭।
গত মৌসুমে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্নে যোগ দিয়ে গোলের পর গোল করছেন কেইন। এখন পর্যন্ত জার্মানির শীর্ষ প্রতিযোগিতায় ৬১ ম্যাচে তার গোল ৬০টি। প্রথম খেলোয়াড় হিসেবে বুন্ডেসলিগায় নিজের প্রথম দুই মৌসুমেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের পথে আছেন তিনি।
গত মৌসুমে লিগে ৩২ ম্যাচ খেলে ৩৬ গোল করেন কেইন। এবার ২৮ ম্যাচে তার গোল ২৪।