অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে হবে রেয়াল মাদ্রিদের ইংলিশ তারকাকে।
Published : 03 Feb 2024, 05:49 PM
লা লিগার ম্যাচ চলাকালীন গেতাফের ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডের প্রতি আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের বিরুদ্ধে। অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ।
গেতাফের মাঠে গত বৃহস্পতিবার রেয়ালের ২-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি। ম্যাচের একটা পর্যায়ে গ্রিনউডকে ট্যাকল করার চেষ্টা করেন বেলিংহ্যাম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কিছু একটা বলছেন রেয়াল তারকা।
কাকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়। তবে অনেকে মনে করছেন, গ্রিনউডকে ‘ধর্ষক’ বলেছেন বেলিংহ্যাম।
এই ঘটনায় লা লিগার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে গেতাফে। শুক্রবার এক বিবৃতিতে তদন্ত শুরুর কথা জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। তারা একজন ‘লিপ রিডিং’ বিশেষজ্ঞ (লোকের ঠোঁট নড়া দেখে কথা বুঝতে পারেন) নিয়োগ দিয়েছে।
গত সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলতি মৌসুমের জন্য ধারে গেতাফেতে যোগ দেন গ্রিনউড। বান্ধবীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে ২০২২ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। পরে অবশ্য অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়।