চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগের প্লে-অফে অতি-আত্মবিশ্বাসী হয়ে কোনো ভুল করতে চান না লুইস এনরিকে।
Published : 11 Feb 2025, 05:31 PM
নামের ভারে কিংবা শক্তির বিচারে পিএসজি থেকে অনেকটাই পিছিয়ে ব্রেস্ত। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিলে ‘ছোট্ট এই দলকে’ অবহেলা করার সুযোগ নেই। চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগের প্লে-অফে তাদের মুখোমুখি হওয়ার আগে সেই ভুল করতেও চান না পিএসজি কোচ লুইস এনরিকে।
নতুন আঙ্গিকের এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বে পিএসজির তুলনায় শুরুটা যথেষ্ট ভালো ছিল ব্রেস্তের। পিএসজির সামনে তো একটা পর্যায়ে ছিটকে পড়ার শঙ্কাও জেগেছিল। শেষ রাউন্ডে অবশ্য হিসেব মিলিয়ে টেবিলের ১৫তম হয়ে শেষ ষোলোর প্লে-অফ নিশ্চিত করে তারা। আর ব্রেস্ত হয় ১৮তম।
দুই লেগের প্লে-অফের প্রথমটি ঘরের মাঠে খেলার কথা ব্রেস্তের। যদিও উয়েফার বিধিনিষেধের কারণে তারা ম্যাচটি খেলবে গ্যাঁগোঁর মাঠে, ম্যাচটির সব টিকেট আগেই বিক্রি হয়ে গেছে। মঙ্গলবার রাতে লড়াইটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত পৌনে ১২ টায়।
দলটির বিপক্ষে ১০ দিন আগেও দুর্দান্ত এক জয় পেয়েছে পিএসজি; লিগ আঁতে ব্রেস্তের মাঠেই উসমান দেম্বেলের হ্যাটট্রিকে ৫-২ গোলে জয়ের আনন্দে ভাসে এনরিকের দল। এবারের লিগে প্রথম দেখায়ও পিএসজি জিতেছিল ৩-১ ব্যবধানে।
কিন্তু পেছনে ফেলে ওইসব ফল ভেবে অতি-আত্মশ্বিাসী হয়ে কোনো ভুল করতে চান না এনরিকে। লড়াইয়ে নামার আগের দিন সংবাদ সম্মেলনে দলকেও দিলেন সতর্ক থাকার বার্তা।
“গত মৌসুমে ফ্রান্সে সেরা দলগুলোর একটি ছিল তারা। এটার পুরস্কার হিসেবে তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলছে এবং সন্তোষজনক পারফরম্যান্স দেখিয়েই (প্লে-অফে) উঠেছে।”
“আমি জানি না, মঙ্গলবার কী হবে। এই ম্যাচের গুরুত্ব এবং ক্লাবের জন্য এটা কতটা অর্থবহ, আমরা সবাই বুঝি। মাঠে সবচেয়ে ভালো খেলা দলটিই সবসময় জয় পায় না। ব্রেস্ত আমাদের বিপক্ষে গোল করতে পারে এবং আমরা যতটা সম্ভব সেরা উপায়ে প্রস্তুত হয়ে ম্যাচটি খেলতে চাই।”
নকআউটের লড়াইয়ে নিশ্চিত করে কিছুই ধরে নেওয়া যায় না। হতে পারে যেকোনো কিছু। তাই আগামী ১৯ ফেব্রুয়ারি ঘরের মাঠে ফিরতি লেগের আগেই যতটা সম্ভব কাজ গুছিয়ে রাখতে চান এনরিকে।
“দুটি ফরাসি ক্লাবের মধ্যে দুই লেগের লড়াই এবং একটি দল পরের ধাপে যাবে, আমরা এই ব্যাপারে সচেতন আছি। আমরা ফেভারিট হতে পারি, কিন্তু ফুটবল সবসময়ই চমকে ভরা।”
“চ্যাম্পিয়ন্স লিগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা। আসছে লড়াইয়ে ৯০ মিনিটের দুটি ম্যাচ হতে যাচ্ছে। আমাদের জিততে হবে, এর কোনো বিকল্প নেই। জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করাই আমাদের লক্ষ্য।”
গত মৌসুমের ঘরোয়া লিগে ব্রেস্ত দারুণ পারফরম্যান্স দেখালেও, এবার অবশ্য সেখানে খুব একটা ভালো অবস্থায় নেই তারা। গতবার তৃতীয় হওয়া দলটি এবার ২১ ম্যাচের মাত্র ১০টিতে জিতে ৩১ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে। সমান ম্যাচে পিএসজি ৫৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।