ইংলিশ ফুটবল
কোচ হুবেন আমুরির মতে, তরুণ খেলোয়াড়কে ঘিরে প্রশংসার জোয়ার উল্টো তার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
Published : 17 Jan 2025, 03:21 PM
বিবর্ণ পারফরম্যান্সে আরেকটি হারের শঙ্কা যখন জোরাল হচ্ছিল, সেই সময়ে দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরলেন আমাদ দিয়ালো। দারুণ এক হ্যাটট্রিকে গড়ে দিলেন জয়ের পথ। তাতে স্বাভাবিকভাবেই ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডকে ভূয়সী প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। তবে এই বিষয়ে খুব সতর্ক দলটির কোচ হুবেন আমুরি। তার মতে, তরুণ খেলোয়াড়কে ঘিরে এমন উচ্ছ্বাস তার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
লিগ টেবিলের তলানির দল সাউথ্যাম্পটন। প্রথম ২০ রাউন্ডে মাত্র একটি জয় পাওয়া এবং ৪৪ গোল হজম করা দলটির বিপক্ষেও নিজেদের খুঁজে পেতে অনেক সময় লেগে যায় ইউনাইটেডের। ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে আত্মঘাতী গোলে প্রথমার্ধে পিছিয়েও পড়ে তারা।
ব্যর্থতায় ঠাসা মৌসুমে এদিন প্রায় ৭০ মিনিট পর্যন্ত মাঠে দ্বিতীয় সেরা দল হয়েই ছিল ইউনাইটেড। উঁকি দিচ্ছিল ঘরের মাঠে লিগে টানা চতুর্থ হারের শঙ্কা।
এরপর আক্রমণে জোর দেয় দলটি, তার সুফল পায় ৮২তম মিনিটে। দলকে এগিয়ে নেন দিয়ালো। এরপর উজ্জীবিত পারফরম্যান্সে যোগ করা সময়ের প্রথম চার মিনিটে আরও দুবার জালে বল পাঠিয়ে দলকে ৩-১ গোলে জয়ের উচ্ছ্বাসে ভাসান কোত দি ভোয়ার ফরোয়ার্ড।
সাবেক তারকা ফরোয়ার্ড ওয়েইন রুনির পর, ইউনাইটেডের দ্বিতীয় সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ২২ বছর বয়সী দিয়ালো।
দলের কঠিন যাত্রায়, মাঠে এমন কোণঠাসা অবস্থা থেকে এভাবে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেওয়া দিয়ালোর স্তুতিতে মেতেছেন অনেকে। কিন্তু ম্যাচের পর কোচ আমুরি যেন এ বিষয়ে একটু কৃপণতাই দেখালেন।
“গুরুত্বপূর্ণ বিষয় হলো জয় এবং সে আমাদের সাহায্য করেছে। সে দারুণ একটা মৌসুম কাটাচ্ছে। তবে তরুণ খেলোয়াড়দের নিয়ে সতর্ক থাকতে হবে। তাকে অভিনন্দন, আজকের রাতটা উপভোগ করো।”
“তাকে আগামীকাল আমি বলব বিশ্রাম নিতে, ভালো খাবার খেতে, কারণ রোববার তাকে আমাদের আবার প্রয়োজন হবে। সে দারুণ খেলেছে, (ইউনাইটেডের মতো) ক্লাবের হয়ে তরুণ বয়সেই হ্যাটট্রিক করতে পারা দুর্দান্ত ব্যাপার।”
এবারের লিগে ইউনাইটেডের এটি মাত্র সপ্তম জয়। সেই সঙ্গে পাঁচ ড্রয়ে ২১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠেছে তারা।