পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছেন ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক এই কোচ।
Published : 19 Sep 2024, 06:23 PM
কোচিং ক্যারিয়ারে নতুন অভিযান শুরু করতে যাচ্ছেন স্তেফানো পিওলি। ইউরোপ থেকে এবার সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন তিনি। সৌদি প্রো লিগে ক্রিস্তিয়ানো রোনালদো, সাদিও মানেদের ক্লাব আল নাস্রের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
নতুন মৌসুম শুরুর এক সপ্তাহ যেতেই লুইস কাস্ত্রোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আল নাস্র। পর্তুগিজ এই কোচের স্থলাভিষিক্ত হয়েছেন ৫৮ বছর বয়সী পিওলি।
ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক এই কোচের সঙ্গে চুক্তি নিয়ে কিছু খোলাসা করেনি আল নাস্র।
কোচিং ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময় এসি মিলানে কাটিয়েছেন পিওলি। ২০১৯ সালে দায়িত্ব নেওয়া এই কোচের হাত ধরে এক দশকের বেশি সময় পর ২০২১-২২ সেরি আয় চ্যাম্পিয়ন হয় দলটি। এছাড়া ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলে সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
কিন্তু তার কোচিংয়ে গত মৌসুমটা এসি মিলানের প্রত্যাশা অনুযায়ী কাটেনি। সেরি আয় দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করে তারা। মৌসুম শেষে তাই দায়িত্ব ছেড়ে দেন পিওলি।
সৌদি প্রো লিগে তার নতুন ক্লাব আল নাস্রের শুরুটা ভালো হয়নি। ৩ ম্যাচে কেবল একটি জিততে পেরেছে তারা। ৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলে সপ্তম স্থানে।