ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
উদ্বোধনী দিনে ট্রফি মাঠে আনবেন দুই ইউরো জয়ী জার্মান অধিনায়ক বের্নার্ড ডিটস ও ইয়ুর্গেন ক্লিন্সমানের সঙ্গে বেকেনবাউয়ারের স্ত্রী হাইডি।
Published : 11 Jun 2024, 07:22 PM
বেঁচে থাকলে হয়তো পুরো টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতেন ফ্রানৎস বেকেনবাউয়ার, নিয়মিত তাকে দেখা যেত গ্যালারিতে। কিন্তু গত জানুয়ারিতে তিনি চলে গেছেন না ফেরার দেশে। জার্মান কিংবদন্তিকে তাই ভিন্নভাবে স্মরণ করার, সম্মানিত করার উদ্যোগ নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।
শরীরী উপস্থিতি না থাকলেও এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনীতে তাই ‘থাকবেন’ বেকেনবাউয়ার। ১৪ জুন মিউনিখ ফুটবল অ্যারেনায় উদ্বোধনী অনুষ্ঠানে ট্রফি মাঠে আনতে তার প্রতিনিধিত্ব করবেন তার স্ত্রী।
জার্মানির সর্বকালের সেরা ফুটবলারদের একজন বেকেনবাউয়ার। ১৯৭২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি অধিনায়কত্ব করেছিলেন সেসময়কার পশ্চিম জার্মানির। একই পরিচয়ে জিতেছিলেন ১৯৭৪ বিশ্বকাপ। পরে কোচ হিসেবে দেশকে জেতান ১৯৯০ বিশ্বকাপ। গত ৭ জানুয়ারি, ৭৮ বছর বয়সে পরলোকে পাড়ি জমান এই কিংবদন্তি।
উয়েফা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোর ট্রফি নিয়ে আসবেন জার্মানির দুই ইউরো জয়ী অধিনায়ক বের্নার্ড ডিটস ও ইয়ুর্গেন ক্লিন্সমান এবং বেকেনবাউয়ারের স্ত্রী হাইডি। এই উদ্যোগে একসঙ্গে জার্মানির তিন ইউরো জয়ই ‘প্রতিফলিত’ হবে।
মিউনিখ অ্যারেনা বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ড, যে ক্লাবটির হয়ে দশকেরও বেশি সময় খেলেছিলেন বেকেনবাউয়ার। দলরি হয়ে ১৯৭৪ থেকে ১৯৭৬ পর্যন্ত তিনটি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই স্কটল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।