একুয়েডরের প্রথম ফুটবলার হিসেবে পিএসজিতে যোগ দিলেন তরুণ এই ডিফেন্ডার।
Published : 09 Aug 2024, 09:17 PM
নতুন মৌসুমে রক্ষণে শক্তি বাড়াল পিএসজি। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে একুয়েডরের ডিফেন্ডার উইলিয়ান পাচোকে দলে ভেড়াল ফরাসি চ্যাম্পিয়নরা।
২২ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে কেনার কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানায় লিগ আঁর দলটি। চুক্তি হয়েছে পাঁচ বছরের।
পিএসজি বা ফ্রাঙ্কফুর্টের পক্ষ থেকে ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।
একুয়েডরের প্রথম ফুটবলার হিসেবে পিএসজিতে যোগ দিলেন পাচো।
২০১৯ সালে স্বদেশের একটি ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন পাচো। গত বছর বেলজিয়ান দল রয়্যাল এন্টওয়ার্প থেকে তিনি যোগ দেন ফ্রাঙ্কফুর্টে। বুন্ডেসলিগার দলটির হয়ে সব মিলিয়ে ৪৪ ম্যাচ খেলেন তিনি।
একুয়েডরের হয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছেন পাচো।
কিছুদিন আগে পাঁচ বছরের চুক্তিতে বেনফিকা থেকে তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার জোয়াও নেভেসকে দলে টানে পিএসজি।