দিয়োগো জটার চোট বেশ গুরুতর, তার ফেরার সম্ভাব্য সময়ও জানেন না লিভারপুল কোচ।
Published : 29 Nov 2023, 11:11 PM
লিভারপুল শিবিরে চোট থাবা বসিয়েছে। একই ম্যাচে আঘাত পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন গোলরক্ষক আলিসন ও ফরোয়ার্ড দিয়োগো জটা।
প্রিমিয়ার লিগে গত শনিবার ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ ড্র ম্যাচে চোট পান তারা।
আলিসনের চোট শুরুতে যতটা গুরুতর ধারণা করা হয়েছিল, ততটা নয় বলে জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তারপরও এই ব্রাজিলিয়ান গোলরক্ষকের ফিরতে দুই সপ্তাহের মতো সময় লাগবে। আর জটার ফেরার সম্ভাব্য কোনো সময় জানাননি কোচ।
ইউরোপা লিগের গ্রুপ পর্বে বৃহস্পতিবার অস্ট্রিয়ান ক্লাব লাস্কের মুখোমুখি হবে লিভারপুল। আগের দিন সংবাদ সম্মেলনে আলিসন ও জটার বিষয়ে বলেন ক্লপ।
“দুই জনই মাঠের বাইরে ছিটকে গেছে। আলির (আলিসন) চোট কিছুটা কম, দেখা যাক।”
ইতিহাদ স্টেডিয়ামের ওই ম্যাচে ৫৪তম মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড জটাকে তুলে নেন কোচ। তার চোটের ধরণ নিয়ে অবশ্য কিছু বলেননি ক্লপ। আর হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভোগা আলিসন সিটির বিপক্ষে পুরোটা সময়ই খেলেন।
আলিসনের চোট খুব খারাপ না হলেও তাকে অতি শীঘ্রই পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছেন ক্লপ।
“আগামীকাল(বৃহস্পতিবার) সে খেলবে না। রোববারও নয়। হয়তো এই সপ্তাহের পরের ম্যাচেও নয়। এরপর সে সেরে উঠতে পারে।”
“দিয়োগোর সুস্থ হতে আরেকটু বেশি সময় লাগবে। কতদিন, ঠিক তা জানি না। তবে তার চোট বেশ গুরুতর। আমাদের অপেক্ষা করতে হবে।”
ইউরোপা লিগে প্রথম চার ম্যাচে তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে লিভারপুল। আসছে ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হওয়ার সম্ভাবনা আছে তাদের।
আর প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ক্লপের দল। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।