অস্ট্রেলিয়ান ওপেন
এবারের অস্ট্রেলিয়ান ওপেনে দুই ম্যাচ খেলে দুটিতেই বাজে আচরণ করেছেন এই রুশ তারকা।
Published : 19 Jan 2025, 03:39 PM
এবারের অস্ট্রেলিয়ান ওপেনের দু:সহ স্মৃতি হয়তো অনেকদিন তাড়া করবে দানিল মেদভেদেভকে। পারফরম্যান্সের দীনতার পাশাপাশি তার আচরণও হয়েছে প্রশ্নবিদ্ধ। কোর্টে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে কড়া শাস্তি পেয়েছেন এই রুশ তারকা।
সেটাও আবার একটি ঘটনায় নয়। দুই ম্যাচ খেলে দুটিতেই বাজে আচরণ করেছেন তিনি।
আপত্তিকর আচরণের জন্য মেদভেদেভকে ৭৬ হাজার ডলার জরিমানা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। মেলবোর্ন পার্কের চলতি আসরে দ্বিতীয় রাউন্ডে ওঠায় তিনি দুই লাখ ডলার পুরস্কার পান। জরিমানা শোধ করে বাকিটা হাতে পেয়েছেন এখানে গতবারসহ তিনবারের রানার্সআপ।
প্রথম কাণ্ডটি তিনি ঘটান টুর্নামেন্টের প্রথম রাউন্ডে। বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪১৮ নম্বর খেলোয়াড় কেসিদিত সামরেইয়ের বিপক্ষে জিততে ঘাম ছুটে যায় পঞ্চম বাছাই মেদভেদেভের। থাই প্রতিপক্ষের সঙ্গে পাঁচ সেটের ওই লড়াইয়ে এক পর্যায়ে মেজাজ হারিয়ে র্যাকেট আছড়ে একটি ক্যামেরা ভেঙে ফেলেন।
প্রথম ম্যাচে অনেক কষ্টে জয়ের স্বাদ পেলেও, দ্বিতীয় রাউন্ডে আর পারেননি মেদভেদেভ। যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী লার্নার টিয়েনের বিপক্ষে পাঁচ সেটের লড়াইয়ে হেরে যান তিনি। এই লড়াইয়ের মাঝেই তীব্র হতাশায় র্যাকেট ছুঁড়ে মারেন এবং ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও যোগ দিতে পারেননি ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।
এই ঘটনার জন্য একটি পয়েন্ট জরিমানা করা হয় তাকে।
২০২১ সালের ইউএস ওপেনে এককের চ্যাম্পিয়ন মেদভেদেভ ২০২৩ সালের ফরাসি ওপেনে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। তারপর এবারই কোনো গ্র্যান্ড স্ল্যাম থেকে দ্রুত বিদায় নিলেন তিনি।