ইন্দোনেশিয়ায় প্রথম সেশনে রক্ষণে মনোযোগী কাবরেরা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2022 08:55 PM BdST Updated: 28 May 2022 08:55 PM BdST
ইন্দোনেশিয়া পৌঁছে প্রথম অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লম্বা ভ্রমণের কারণে প্রস্তুতিতে জামাল-জিকোদের খুব বেশি চাপ দেননি হাভিয়ের কাবরেরা। রক্ষণ সামলানো, সেট-পিস নিয়ে ঘণ্টাখানেক অনুশীলন করেছে দল।
মালয়েশিয়ায় এশিয়ান কাপের বাছাই শুরু হবে আগামী ৮ জুন। বাছাই সামনে রেখে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার জাকার্তায় পৌঁছানোর পর শনিবার প্রথম মাঠের অনুশীলন করেছে দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় ডিফেন্ডার রহমত আলী জানিয়েছেন, রক্ষণভাগ নিয়ে কাজ করার কথা।
“আজকে ইন্দোনেশিয়াতে আমাদের প্রথম ট্রেনিং সেশন হলো। গতকালের লম্বা ভ্রমণের পর আজকে মাঠের অনুশীলন করলাম। এতদিন আমরা গ্রুপভিত্তিক অনুশীলন করেছিলাম, যেহেতু কিংসের খেলোয়াড়রা ক্যাম্পে ছিল না দেশের বাইরে এএফসি কাপ খেলার জন্য। আজ পুরো দল নিয়ে অনুশীলন হয়েছে।”

প্রথমবারের মতো চূড়ান্ত দল নিয়ে কাজ করলেন কাবরেরা। এই স্প্যানিশ কোচ জানিয়েছেন প্রস্তুতির পাশাপাশি রিকভারির দিকেও মনোযোগ দেওয়ার কথা।
“এই প্রথম আমরা ২৩ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করলাম। লম্বা ভ্রমণের কারণে রিকভারির দিকে মনোযোগ দিয়েছি। ৫০-৬০ মিনিটের সেশন হয়েছে, তবে সেটা খুব ইতিবাচক এবং কার্যকর অনুশীলন হয়েছে।”
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ