টার্ফে নামলেই প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছে মেরিনার ইয়াংস। দাপুটে পথচলায় এবার বাংলাদেশ এসসিকে উড়িয়ে দিয়েছে তারা। পৌঁছে গেছে প্রিমিয়ার ডিভিশন হকির শিরোপা জয়ের আরও কাছে।
Published : 23 Nov 2021, 07:54 PM
সুপার ফাইভের ম্যাচে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার ৭-১ গোলে জিতেছে মেরিনার্স। সব মিলিয়ে ১৩ ম্যাচের সবগুলো জিতে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
দিনের অন্য ম্যাচে মোহামেডানকে ৪-২ গোলে হারানো আবাহনী ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা মোহামেডান ৩৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
মেরিনার্সের বাকি দুই ম্যাচ মোহামেডান ও আবাহনীর বিপক্ষে। প্রথম রাউন্ডে এই দুই দলের বিপক্ষে জিতেছিল তারা। দুই দলের বিপক্ষে ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই শিরোপা ঘরে তুলবে মেরিনার্স।
প্রথম কোয়ার্টারে এক গোল পাওয়া মেরিনার্স দ্বিতীয় কোয়ার্টারে আরও চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। শেষ দুই কোয়ার্টারে তুলে নেয় একটি করে গোল। দলের জয়ে অভিষেক করেন জোড়া গোল। বাকি পাঁচ গোলদাতা সুখজিৎ সিং, মামুনুর রহমান চয়ন, প্রদীপ মোর, মিলন হোসেন ও শাখরুখ আহমেদ।