অপেক্ষা শেষের হাসি কিংসলের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2021 08:28 PM BdST Updated: 22 Sep 2021 08:28 PM BdST
-
বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এলিটা কিংসলে। ছবি: ফেইসবুক
বাংলাদেশের নাগরিক হিসেবে গত জুন থেকে প্রিমিয়ার লিগে খেলছেন এলিটা কিংসলে। এবার তার সামনে নতুন দেশের প্রতিনিধিত্ব করার হাতছানি। সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে জায়গা পেয়ে অপেক্ষা শেষ হয়েছে তার। ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন লাল-সবুজ জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের দিকে তাকিয়ে।
আগামী ১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হতে যাওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য বুধবার দল দিয়েছেন কোচ অস্কার ব্রুসন। বাংলাদেশের হয়ে কিংসলের খেলতে পারা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ২৭ জনের প্রাথমিক দলে তাকে রেখেছেন স্প্যানিশ কোচ।
বাংলাদেশি মেয়ে লিজাকে বিয়ে করা কিংসলে গত মার্চে পান বাংলাদেশের নাগরিকত্ব। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ মাসের শুরুর দিকে পান পাসপোর্ট। তাতে বাংলাদেশি হিসেবে খেলার জটিলতার অবসান হয়।
২০১১ সাল থেকে বাংলাদেশের লিগে খেলা কিংসলে বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে। কিন্তু ফিফা-এএফসির কাছ থেকে ছাড়পত্র না মেলায় কিংসের হয়ে এএফসি কাপ খেলতে পারেননি তিনি। তবে প্রাথমিক দলে ডাক পেয়েই খুশি কিংসলে।
“একজন পেশাদার ফুটবলারের কাছে জাতীয় দলের জার্সি একটা স্বপ্নের মতো। এই ডাক পাওয়ার অপেক্ষাটা আমার অনেক দিনের। শেষ পর্যন্ত সেটা পেয়েছি। যদি সুযোগ পাই… এখন এই জার্সির সম্মান রাখতে চাই।”
“প্রতিটি খেলোয়াড়ই চায় তার দলকে সেরাটা দিতে। আমারও একই লক্ষ্য। তবে এর আগে আমাদের পুরো দলের সামর্থ্য সম্পর্কে ভালো করে জানতে হবে। কারণ, আমরা একেকজন একেক ক্লাব থেকে এসেছি। কিছুদিন সময় গেলেই আমরা সেটা বুঝতে পারব। সেভাবেই আমরা সাফের প্রস্তুতি নিব।”
সাফে অংশ নিতে আগামী ২৮ সেপ্টেম্বর মালদ্বীপের উদ্দেশে রওনা দেবে দল। তার আগেই ২৩ জনের চূড়ান্ত দল দিবেন ব্রুসন। কিংসলেকে সাফে খেলানোর ব্যাপারে আশাবাদী ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
“ফিফার চাহিদা অনুযায়ী সব কাগজপত্র জমা দিয়েছি। এখন বিষয়টি পুরোটাই তাদের ওপর। আশা করছি সাফের আগে ছাড়পত্র পেয়ে যাব।”
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই