ব্রাজিলকে সেরা মেনে দি মারিয়া বললেন ‘স্বপ্ন বেঁচে আছে’

দুই দলের এগিয়ে চলার গতিপথ ভিন্ন। ব্রাজিল ছুটছে অপ্রতিরোধ্য গতিতে, আর্জেন্টিনা এগোচ্ছে ধীর পায়ে। সেই বাস্তবতা মেনেই ব্রাজিলকে সবার ওপরে রাখছেন আনহেল দি মারিয়া। তবে নিজেদেরও লড়াইয়ের বাইরে রাখছেন না তিনি। উরুগুয়েকে হারানোর পর আর্জেন্টাইন মিডফিল্ডার বলছেন, তাদের স্বপ্ন সজীব এখনও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2021, 05:31 AM
Updated : 19 June 2021, 05:31 AM

কোপা আমেরিকায় বাংলাদেশ সময় শনিবার সকালে উরুগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ড্রয়ের পর এই জয়ে স্বস্তি ফিরেছে দলে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ড্রয়ের পর জয়ের দেখা মিলল তাদের।

জয়ের পথটা অবশ্য সহজ ছিল না আর্জেন্টিনার। শুরুর দিকে গিদো রদ্রিগেসের দারুণ হেডে এগিয়ে যাওয়ার পর বেশির ভাগ সময় প্রতিপক্ষের আক্রমণ সামলে শেষ পর্যন্ত ধরা দিয়েছে তিন পয়েন্ট।

ভাগ্যকে পাশে পাওয়ার কথা ম্যাচের পর স্বীকার করছেন দি মারিয়া। পাশাপাশি শোনালেন নিজেদের স্বপ্নের কথাও।

“ জয়ের জন্য যে ভাগ্যটুকু দরকার, সেটাই পাচ্ছিলাম না আমরা (সাম্প্রতিক সময়ে)। আজকে আমরা সেটা পেয়েছি এমন এক প্রতিপক্ষের বিপক্ষে, যারা সবসময়ই কোপা আমেরিকার শিরোপার দাবিদার।”

“ ব্রাজিল অবশ্যই সেরা দল (এখনও পর্যন্ত)। আর্জেন্টিনা সবসময়ই ট্রফির দাবিদার, তবে ব্রাজিল খেলছে ঘরের মাঠে এবং সবকিছু খুব ভালো করছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমাদের স্বপ্ন এখনও বেঁচে আছে। আশা করি, আমরা স্বপ্নকে সত্যি প্রমাণ করতে পারব।”

আর্জেন্টিনার পরের প্রতিপক্ষ প্যারাগুয়ে, খেলা বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায়।