ব্রাজিলকে সেরা মেনে দি মারিয়া বললেন ‘স্বপ্ন বেঁচে আছে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2021 11:31 AM BdST Updated: 19 Jun 2021 11:31 AM BdST
-
উরুগুয়েকে হারানোর পর ফুরফুরে মেজাজে আর্জেন্টিনা দল। ছবি: লিওনেল মেসির ফেসবুক।
দুই দলের এগিয়ে চলার গতিপথ ভিন্ন। ব্রাজিল ছুটছে অপ্রতিরোধ্য গতিতে, আর্জেন্টিনা এগোচ্ছে ধীর পায়ে। সেই বাস্তবতা মেনেই ব্রাজিলকে সবার ওপরে রাখছেন আনহেল দি মারিয়া। তবে নিজেদেরও লড়াইয়ের বাইরে রাখছেন না তিনি। উরুগুয়েকে হারানোর পর আর্জেন্টাইন মিডফিল্ডার বলছেন, তাদের স্বপ্ন সজীব এখনও।
কোপা আমেরিকায় বাংলাদেশ সময় শনিবার সকালে উরুগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ড্রয়ের পর এই জয়ে স্বস্তি ফিরেছে দলে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ড্রয়ের পর জয়ের দেখা মিলল তাদের।
জয়ের পথটা অবশ্য সহজ ছিল না আর্জেন্টিনার। শুরুর দিকে গিদো রদ্রিগেসের দারুণ হেডে এগিয়ে যাওয়ার পর বেশির ভাগ সময় প্রতিপক্ষের আক্রমণ সামলে শেষ পর্যন্ত ধরা দিয়েছে তিন পয়েন্ট।
ভাগ্যকে পাশে পাওয়ার কথা ম্যাচের পর স্বীকার করছেন দি মারিয়া। পাশাপাশি শোনালেন নিজেদের স্বপ্নের কথাও।
“ জয়ের জন্য যে ভাগ্যটুকু দরকার, সেটাই পাচ্ছিলাম না আমরা (সাম্প্রতিক সময়ে)। আজকে আমরা সেটা পেয়েছি এমন এক প্রতিপক্ষের বিপক্ষে, যারা সবসময়ই কোপা আমেরিকার শিরোপার দাবিদার।”
“ ব্রাজিল অবশ্যই সেরা দল (এখনও পর্যন্ত)। আর্জেন্টিনা সবসময়ই ট্রফির দাবিদার, তবে ব্রাজিল খেলছে ঘরের মাঠে এবং সবকিছু খুব ভালো করছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমাদের স্বপ্ন এখনও বেঁচে আছে। আশা করি, আমরা স্বপ্নকে সত্যি প্রমাণ করতে পারব।”
আর্জেন্টিনার পরের প্রতিপক্ষ প্যারাগুয়ে, খেলা বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায়।
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে