এভারটনের মাঠে ফের হারল চেলসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2020 03:59 AM BdST Updated: 13 Dec 2020 04:31 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে আবারও হারের তেতো স্বাদ পেয়েছে চেলসি। শিরোপা প্রত্যাশীদের হারিয়ে দুই ম্যাচ পর জয়ের পথে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।
গুডিসন পার্কে শনিবার ১-০ গোলে জিতেছে এভারটন। একমাত্র গোলটি করেন গিলফি সিগুর্দসন। এই মাঠে লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে হারল চেলসি।
ম্যাচের শুরু থেকে বল দখলে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল আধিপত্য করলেও প্রথম সুযোগটি পায় এভারটন। তবে ষষ্ঠ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসনের দুর্বল শট সহজেই ধরে ফেলেন গোলরক্ষক এদুয়াঁ মঁদি।
২২তম মিনিটে সিগুর্দসনের সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে মঁদি সামনে এগিয়ে ডমিনিক ক্যালভার্ট-লুইনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
২৫তম মিনিটে রিস জেমসের ফ্রি-কিক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। পরের মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জেমসের নিচু শট পিকফোর্ডের হাত ছুঁয়ে পোস্টে লাগে।

৮০তম মিনিটে ম্যাসন মাউন্টের ফ্রি-কিক পোস্টে লাগলে সমতায় ফেরা হয়নি চেলসির। চার মিনিট পর অলিভিয়ে জিরুদ বল উড়িয়ে মারলে হারের হতাশায় মাঠ ছাড়তে হয় সফরকারীদের। সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচ পর হারল চেলসি।
লিগে ১২ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া চেলসি ২২ পয়েন্ট নিয়ে আগের মতো তৃতীয় স্থানেই আছে। ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে সাতে আছে এভারটন।
অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরই আছে সিটি।
১১ ম্যাচে সমান ২৪ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে ও টটেনহ্যাম হটস্পার শীর্ষে আছে।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে