বিশ্বকাপ বাছাই ক্যাম্প: করোনাভাইরাস আক্রান্ত আরও ৭ ফুটবলার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2020 09:32 PM BdST Updated: 06 Aug 2020 11:32 PM BdST
বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্প শুরুর আগে একের পর এক দুঃসংবাদ আসছে। দ্বিতীয় ধাপে ক্যাম্পে যোগ দিতে বলা ১২ জন খেলোয়াড়ের মধ্যে সাত জনের কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলা আগামী অক্টোবরে শুরু হবে। শুক্রবার গাজীপুরে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।

করোনাভাইরাস পরীক্ষায় শুরুতে সুশান্ত, শহীদুল, সোহেল, ইব্রাহিম ও বাদশার পজিটিভ হওয়ার কথা জানিয়েছিল বাফুফে। পরে রবিউল ও জিকোর পজিটিভ রিপোর্ট আসার কথা জানায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এ নিয়ে মোট ১১ জন খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার খবর দিল বাফুফে।
প্রথম ধাপে রিপোর্ট করতে বলা ১২ ফুটবলারের মধ্যে বিশ্বনাথ ঘোষ, এমএস বাবলু, নাজমুল ইসলাম রাসেল ও সুমন রেজার ফল পজিটিভ আসে। বাবলু, রাসেল ও সুমন প্রথমবারের মতো ক্যাম্পে ডাক পেয়েছেন।
প্রাথমিক দলের ৩৬ জনের মধ্যে মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ ও মতিন মিয়া-এই তিন জন ক্লাব বসুন্ধরা কিংসের চাওয়া অনুযায়ী ক্যাম্পে আপাতত যোগ দিচ্ছেন না। চোট কাটিয়ে ওঠায় এই তিন জনকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সম্মতি দিয়েছেন জাতীয় দলের কোচ জেমি ডেও।

দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার আনিসুর রহমান, সুশান্ত ত্রিপুরা, রবিউল হাসান, আরিফুর রহমান, শহিদুল আলম সোহেল, সাদউদ্দিন, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, রহমত মিয়া, রিয়াদুল হাসান, রকিব হোসেন ও টুটুল হোসেন বাদশার ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল।
করোনাভাইরাস পরীক্ষায় শুরুতে সুশান্ত, শহীদুল, সোহেল, ইব্রাহিম ও বাদশার পজিটিভ হওয়ার কথা জানিয়েছিল বাফুফে। পরে রবিউলের পজিটিভ রিপোর্ট আসার কথা জানায় ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এ নিয়ে মোট ১০ জন খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার খবর দিল বাফুফে।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে