বাকি ৩ ম্যাচ জয়ের প্রত্যয় সুয়ারেসের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2020 04:12 PM BdST Updated: 09 Jul 2020 05:14 PM BdST
লা লিগার শিরোপা লড়াইয়ের লাগাম নেই বার্সেলোনার মুঠোয়। দলটির ফরোয়ার্ড লুইস সুয়ারেসের প্রথম লক্ষ্য তাই, নিজেদের কাজটুকু সেরে রাখা। সেই সঙ্গে চাওয়া, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যেন হোঁচট খায়।
Related Stories
লা লিগায় বুধবার রাতে নিজেদের মাঠ কাম্প নউয়ে সুয়ারেসের একমাত্র গোলে এস্পানিওলকে হারায় বার্সেলোনা। ৩৫ ম্যাচে ২৩ জয় ও সাত ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কিকে সেতিয়েনের দল। এক ম্যাচ কম খেলা রিয়াল ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
লিগে বার্সেলোনার বাকি আছে তিনটি ম্যাচ। ম্যাচগুলো জিতলেই হবে না, কাতালুনিয়ার দলটিকে তাকিয়ে থাকতে হবে রিয়ালের ম্যাচগুলোর ফলের দিকে। সেই সমীকরণেই দারুণ কিছুর আশায় আছেন সুয়ারেস।
“আমাদেরকে পরের তিনটি ম্যাচ জিততে হবে। মাদ্রিদ কি করবে, সেটা তাদের ব্যাপার। যদি তারা পয়েন্ট হারায়, তাহলে চমৎকার হবে। তারা পয়েন্ট হারালে আমাদের সুযোগটা নিতে হবে।”
“আমাদের প্রাথমিক লক্ষ্য বাকি তিন ম্যাচ জেতা। এরপর মাদ্রিদের হোঁচটের অপেক্ষায় থাকতে হবে। আমরা শুধু নিজেদের ম্যাচগুলো নিয়েই ভাবছি।”
বার্সেলোনার বিপক্ষে হেরে ৩৫ ম্যাচে পাঁচ জয় ও নয় ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পরের বিভাগে নেমে গেছে এস্পানিওল। ১২০ বছরের ইতিহাসে এই নিয়ে পঞ্চমবারের মতো লা লিগা থেকে নেমে গেল দলটি। ১৯৯৩ সালের পর প্রথমবার। সুয়ারেসও জানালেন, পরিস্থিতির কারণেই তারা জানতেন এস্পানিওল ম্যাচ কঠিন হবে।
“লিগে এস্পানিওল যে অবস্থায় ছিল, সে কারণে আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। রোববারের ম্যাচের পর আমাদের মধ্যে কিছুটা ক্লান্তি ছিল এবং আমাদের খেলায় যে নিবেদন ছিল, সেটা চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জিতেছি এবং তিন পয়েন্ট পেয়েছি।”
এস্পানিওল ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া গোলটি আসরে সুয়ারেসের ১৫তম। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলে তার মোট গোল ১৯৫টি। লাজলো কুবালাকে(১৯৪) ছাড়িয়ে দলটির ইতিহাসের গোলদাতাদের তালিকায় তিনি এককভাবে বসেছেন তৃতীয় স্থানে।
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
-
‘লেভানদোভস্কিকে দলে টানার অবস্থায় নেই বার্সা’
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়