‘এ যেন বুড়োদের ফুটবল’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2020 08:47 PM BdST Updated: 18 May 2020 08:47 PM BdST
দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাটা একেক জনের মনে একক অনুভূতির জন্ম দিচ্ছে। বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ারের কাছে যেমন মাঠের প্রতিটি মিনিট মনে হয়েছে দীর্ঘ। তার সতীর্থ টমাস মুলারের মনে হয়েছে, এটা যেন ‘বুড়োদের ফুটবল’।
কোভিড-১৯ মহামারীর কারণে দুই মাসেরও বেশি সময় পর অনেক নিয়মের ঘেরাটোপে শনিবার মাঠে ফেরে জার্মান বুন্ডেসলিগা। পরের দিন মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলে হারানোর পর দর্শকশূন্য মাঠে খেলার অনুভূতির কথা জানান মুলার।
“মনে হয়েছিল আবহ অনেকটা সন্ধ্যা সাতটায় ফ্লাডলাইটের আলোয় হওয়া বুড়োদের ফুটবলের মত, তবে বল গড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের খেলায় মন বসে যায়।”
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বুন্ডেসলিগাই মাঠে ফিরল সবার আগে। স্বাস্থ্য সুরক্ষা মেনে দর্শকশূন্য স্টেডিয়ামে কঠোর নিয়মের মধ্যে হচ্ছে খেলা।
বাড়তি সতর্কতা হিসেবে কোচ-খেলোয়াড়দেরকে পরস্পরকে আলিঙ্গন করা, এমনকি করমর্দন না করতে বলা হয়েছে। দীর্ঘ বিরতির পর এত সব নিয়মের মাঝে আবার মাঠে নামার শুরুর অনুভূতিটাও মুলারের কাছে অন্যরকম ছিল।
“ম্যাচ শুরুর আগে কিছুটা স্নায়ুচাপে ভুগছিলাম। ভাবছিলাম, সবকিছু কেমন হবে, কিভাবে এগোবে। অনেকটা অগাস্টে মৌসুমের প্রথম ম্যাচের মতো।”
“ভুল কিছু হতে পারে, সেসব নিয়ে উদ্বিগ্ন ছিলাম না। কারণ আগেই আমাদের সবকিছু বুঝিয়ে বলা হয়েছিল।”
টানা অষ্টম লিগ শিরোপা জয়ের পথে চার পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ২৬ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৫৮। বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫৪।
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান