‘আমি রেকর্ডের পিছে ছুটি না, রেকর্ডই আমার পিছে ছুটে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2019 04:59 PM BdST Updated: 15 Oct 2019 04:59 PM BdST
রেকর্ড বইয়ে ওলট-পালট করে প্রতিদিনই যেন নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। তবে নিজে রেকর্ডের পেছনে ছোটেন না বরং রেকর্ডই তার পেছনে ছোটে বলে দাবি করেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
ইউরোর বাছাই পর্বে সোমবার ইউক্রেনের বিপক্ষে একটি গোল করে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭০০ গোলের দারুণ এক মাইলফলক স্পর্শ করেন রোনালদো।
চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা গোলদাতা ইউভেন্তুসের এই ফরোয়ার্ড প্রতিযোগিতায় এ পর্যন্ত করেছেন ১২৭ গোল। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতার এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার দখলে। লা লিগার সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল করে ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতাও রোনালদো।
পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার পাশাপাশি সবচেয়ে বেশি গোলের কীর্তিও ৩৪ বছর বয়সী তারকার দখলে। জাতীয় দলের হয়ে ৯৫টি গোল করা রোনালদোর সামনে আছেন কেবল ইরানের আলি দাই (১০৯টি)।
ইউক্রেনের বিপক্ষে ম্যাচের পর নিজের রেকর্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রোনালদো।
“রেকর্ডগুলো হওয়াটা অস্বাভাবিক নয়। আমি সেগুলোর পেছনে ছুটিনি, রেকর্ডই আমার পেছনে ছুটেছে।”
“এই সংখ্যায় পৌঁছানোটা সবার দ্বারা সম্ভব নয়। আর সতীর্থ, সহকর্মী, কোচসহ সবাই যারা ক্রিস্তিয়ানোকে এই মানের খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিই।”
তবে ইউক্রেনের বিপক্ষে ম্যাচ না জেতায় অনুভূতি কিছুটা ম্লান হয়েছে বলে জানান পর্তুগাল অধিনায়ক।
“এটা আমার ক্যারিয়ারের দারুণ একটা মুহূর্ত। কিন্তু আমরা ম্যাচটা জিতিনি সেজন্য অনুভূতি খানিকটা তিক্ত। আমরা ভালো খেললাম, কিন্তু জিতলাম না। আমাদের পক্ষে করা সম্ভব এমন সবকিছুই আমরা করলাম। আর আমরা গোলের অনেকগুলো সুযোগও পেয়েছিলাম।”
-
রিয়ালের বিপক্ষে হেরে ফাইনালে রিয়ালেরই ‘সমর্থক’ পিএসজি কোচ
-
মার্সেলোর ক্যারিয়ার আমার চেয়েও ভালো: কার্লোস
-
রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
-
জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের টানা পাঁচ
-
ইউক্রেইনের মানুষদের জন্য খেলবে লিভারপুল: ক্লপ
-
রিয়ালের সামনে ‘ট্রেবল’ জয়ের চাপে লিভারপুল
-
লিসবনের দুঃখ প্যারিসে ভুলতে চান কোর্তোয়া
-
‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’