‘স্কোরলাইন ৫-০ হলে আরও ভালো হতো’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2019 05:13 PM BdST Updated: 27 Aug 2019 08:13 PM BdST
ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করা শিষ্যদের প্রশংসা করলেও দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ রক্ষণ ও গোলরক্ষকের ভুলে হজম করা দুই গোল নিয়ে হতাশা আড়াল করেননি।
ভারতের কল্যাণী স্টেডিয়ামে শুক্রবার সাত গোলের ম্যাচে ভুটানকে ৫-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। দলের জয়ে জোড়া গোল করেন আল মিরাদ। অপর তিন গোলদাতা আল আমিন রহমান, শুভ সরকার ও ইমন ইসলাম বাবু।
পঞ্চদশ মিনিটে আল আমিন রহমানের গোলে এগিয়ে যাওয়ার দুই মিনিট পর রক্ষণের দুর্বলতায় গোল হজম করে বাংলাদেশ। এরপর ২১তম মিনিটে আল মিরাদের গোলে এগিয়ে যাওয়ার পর ৩৩তম মিনিটে গোলরক্ষকের হাস্যকর ভুলে ম্যাচে সমতা ফেরে। দুর্বল গোল কিকে প্রতিপক্ষের পায়ে বল তুলে দিয়ে গোল হজম করেন সাব্বির গাজী।
প্রচণ্ড গরমের কারণে কয়েকবার কুলিং ব্রেক দিয়েছেন রেফারিরা। গরমে শিষ্যরা স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি জানিয়ে ভুলগুলো নিয়ে কাজ করার কথা বলেন পারভেজ।
“যে কোনো দলের জন্য জয় মুখ্য ব্যাপার। ব্যবধান বেশি হলে তো খুবই ভালো। প্রচণ্ড গরম ছিল। ছেলেদের খুব কষ্ট হয়েছে। ৫-০ হলে আরও ভালো হতো। গোলরক্ষকের একটা ভুল হয়েছে। ডিফেন্স লাইনের মিসটেকের কারণে আমরা গোল খেয়েছি। সামনে এটা নিয়ে কাজ করব।”
“টুর্নামেন্টের প্রথম ম্যাচ দেখে (গোলরক্ষকের দুর্বলতা নিয়ে) বলা মুশকিল। মাঠ, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয় ছিল। এরা তরুণ খেলোয়াড়। সময় দিতে হবে। প্রথম ম্যাচ হিসেবে তারা যেটা খেলেছে, আমি খুশি।”
“আসলে এত গরমে স্বাভাবিক পারফরম করা কঠিন। এরা তরুণ, চেষ্টা করেছে মানিয়ে নেওয়ার। কয়েকজন খেলোয়াড় পানিশূন্যতায়ও ভুগেছে। আশা করি, সামনের খেলাগুলোয় ছেলেরা তা কাটিয়ে উঠবে।”
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত