এবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের হোঁচট

ঘরোয়া লিগে পথহারা বায়ার্ন মিউনিখের এবার চ্যাম্পিয়ন্স লিগেও ছন্দপতন হলো। শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা আয়াক্সের বিপক্ষে ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও জাল অক্ষত রাখতে না পেরে পয়েন্ট হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2018, 09:13 PM
Updated : 2 Oct 2018, 10:14 PM

আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রইলো বায়ার্ন। লিগে গত ২৫ সেপ্টেম্বর আউক্সবুর্কের মাঠে ১-১ ড্রয়ের তিন দিন পর হের্টা বার্লিনের মাঠে ২-০ গোলে হেরেছিল বায়ার্ন।

প্রিয় সমর্থকদের সামনে এগিয়ে যেতে মোটেও সময় নেয়নি বায়ার্ন। চতুর্থ মিনিটে ডাচ ফরোয়ার্ড আরিয়েন রবেনের ক্রসে হেডে বল ঠিকানায় পাঠান অরক্ষিত মাটস হুমেলস।

পাল্টা জবাব দিতেও অবশ্য দেরি করেনি আয়াক্স। ২২তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন মরক্কোর ডিফেন্ডার মাজরাউই।

দ্বিতীয়ার্ধের শুরুতে একচেটিয়া আক্রমণ করতে থাকে আয়াক্স। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয় টানা ছয়বারের বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের।

যোগ করা সময়ে ডেনমার্কের মিডফিল্ডার স্কোনের ফ্রি-কিক ক্রসবারে লাগলে স্বস্তির ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে এই দুই দলেরই পয়েন্ট সমান ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে আয়াক্স। 

গ্রুপের অন্য ম্যাচে গ্রিসের এইকে অ্যাথেন্সকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগালের ক্লাব বেনফিকা।   

৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বেনফিকা। অ্যাথেন্সের পয়েন্ট ০।